#পটনা: বিয়ে বাড়ি থেকে আনন্দ করে ফিরছিল খুদের দল। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা অকালেই দাঁড়ি টেনে দিল তাদের জীবনে। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ শিশুর। গুরুতর জখম গাড়ির বাকি ৪ যাত্রী। ঘটনাটি ঘটেছে বিহারের তারাবাড়ি এলাকায়।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তারাবাড়ি এলাকায় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি গাড়ি। তাতে শিশু সহ মোট ১০ জন আরোহী ছিলেন। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান এবং খবর দেন পুলিশে।
আরও পড়ুন
তবে তৎপরতা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি ৬ শিশুকে। উদ্ধার হওয়া বাকি চার যাত্রীও গুরুতর আহত। তাদের মধ্যে রয়েছে এক শিশুও। জলে ডোবা বন্ধ গাড়িতে শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে ওই ৬ শিশুর।
কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর মতে, অসাবধানে রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মেরে পুকুরে পড়ে যায় গাড়িটি।