Home /News /national /
ধর্মীয় স্থানগুলি খুললেও এখনই কি সেখানে যেতে চাইছেন সাধারণ মানুষ? দেখে নিন সমীক্ষার রিপোর্ট

ধর্মীয় স্থানগুলি খুললেও এখনই কি সেখানে যেতে চাইছেন সাধারণ মানুষ? দেখে নিন সমীক্ষার রিপোর্ট

তিরুপতি মন্দিরে মোট ৭ হাজার কর্মচারী রয়েছেন৷ এ ছাড়াও বাইরে থেকে আরও ১২ হাজার মানুষ নানা ভাবে এই মন্দিরে পরিষেবা দেন৷ লকডাউন প্রত্যাহারের পর সোমবার থেকেই মন্দির খুলেছিল৷ প্রথম দু' দিন কর্মচারীদের নিয়ে মহড়াও চালানো হয়৷ নেওয়া হয়েছিল একাধিক সতর্কতামূলক ব্যবস্থা৷ তার পরেও করোনা সংক্রমণের জেরে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল৷

তিরুপতি মন্দিরে মোট ৭ হাজার কর্মচারী রয়েছেন৷ এ ছাড়াও বাইরে থেকে আরও ১২ হাজার মানুষ নানা ভাবে এই মন্দিরে পরিষেবা দেন৷ লকডাউন প্রত্যাহারের পর সোমবার থেকেই মন্দির খুলেছিল৷ প্রথম দু' দিন কর্মচারীদের নিয়ে মহড়াও চালানো হয়৷ নেওয়া হয়েছিল একাধিক সতর্কতামূলক ব্যবস্থা৷ তার পরেও করোনা সংক্রমণের জেরে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল৷

সোশ্যাল মিডিয়া কমিউনিটি প্ল্যাটফর্ম LocalCircles-এর পক্ষ থেকে যে সমীক্ষা চালানো হয়েছিল, তাতে দেখা যাচ্ছে ভারতের ৫৭ শতাংশ মানুষ ধর্মীয় স্থানগুলিতে এখনই যেতে চান না ৷

 • Share this:

  #নয়াদিল্লি: লকডাউন কাটিয়ে উঠে দেশে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া ৷ অর্থাৎ ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করার চেষ্টায় দেশবাসী ৷ আগামিকাল, সোমবার থেকে দেশজুড়ে অধিকাংশ ধর্মীয় স্থানগুলিই খুলে দেওয়া হবে ৷ তবে করোনা আবহে কতজন মানুষই বা মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারায় এখন যেতে চান ? একটি সমীক্ষার রিপোর্ট বলছে, দেশে ৫০ শতাংশের বেশি মানুষই এখন ধর্মীয় স্থানগুলিতে ভিড়ের মধ্যে না যাওয়ারই পক্ষে ৷

  সোশ্যাল মিডিয়া কমিউনিটি প্ল্যাটফর্ম LocalCircles-এর পক্ষ থেকে যে সমীক্ষা চালানো হয়েছিল, তাতে দেখা যাচ্ছে ভারতের ৫৭ শতাংশ মানুষ  ধর্মীয় স্থানগুলিতে এখনই যেতে চান না ৷ করোনা আতঙ্ক সর্বত্রই ৷ তাই ৮ জুন থেকে প্রায় সমস্ত ‘পাবলিক প্লেস’ গুলি খুলে গেলেও শুরু শুরুতেই সেখানে না যাওয়ারই পক্ষপাতী অধিকাংশ মানুষ ৷

  দেশে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ সোমবার থেকে শপিং মল, রেস্তোরাঁ এবং ধর্মীয় স্থানগুলি খোলার অনুমতি দেওয়া হলেও এখনই সেই সমস্ত জায়গায় ভিড় জমাতে চাইছেন না অনেকেই ৷ সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে ৩২ শতাংশ মানুষ এই সমস্ত জায়গায় যেতে চাইছেন ৷ ১১ শতাংশ মানুষ আবার যাওয়া উচিৎ হবে, কী হবে না তা নিয়ে দ্বিধায় রয়েছেন ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  পরবর্তী খবর