Home /News /national /
মারাত্মক ঘটনা উত্তরপ্রদেশে! হোমে করোনা আক্রান্ত ৫৭ মহিলা, গর্ভবতী ৫, একজন HIV পজিটিভ

মারাত্মক ঘটনা উত্তরপ্রদেশে! হোমে করোনা আক্রান্ত ৫৭ মহিলা, গর্ভবতী ৫, একজন HIV পজিটিভ

প্রতীকী চিত্র ৷

প্রতীকী চিত্র ৷

কানপুরের একটি মহিলাদের হোমে একসঙ্গে ৫৭ জন মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তারমধ্যে পাঁচ জন গর্ভবতী ৷ এদের মধ্যে আবার দু’জন নাবালিকা ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মারাত্মক ঘটনার সাক্ষী থাকল যোগী রাজ্য ৷ উত্তরপ্রদেশের কানপুরের এক সরকারি হোমের ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, কানপুরের একটি মহিলাদের হোমে একসঙ্গে ৫৭ জন মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তারমধ্যে পাঁচ জন গর্ভবতী ৷ এদের মধ্যে আবার দু’জন নাবালিকা, আর একজন এইচআইভি পজিটিভ ৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রত্যেকেরই চিকিৎসা চলছে ৷ ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ সরকার ৷

কানপুরের জেলাশাসক ব্রহ্মদেব তিওয়ারি জানিয়েছেন, মোট ৫৭জন ওই হোমের করোনা আক্রান্ত হয়েছে ৷ তার মধ্যে পাঁচ জন অন্তঃসত্ত্বা ও একজনের রক্তে HIV-র নমুনা পাওয়া গিয়েছে ৷ এঁরা প্রত্যেকেই ‘চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’-র মাধ্যমে আগ্রা, এটাওয়া, কনৌজ, ফিরোজাবাদ থেকে কানপুরের ওই হোমে এসেছিলেন ৷

হোম কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এক জন মহিলার কোভিড টেস্ট করা হয়েছিল প্রথমে ৷ তাঁর নমুনা পজিটিভ আসতেই গত ১৮ জুন ওই হোমের আরও মেয়েদের লালারসের নমুনা পরীক্ষা করা হয় ৷ এরপর ৩৩ জনের নমুনা পজিটিভ আসে ৷ এর দুদিন পর আরও ২৮ জনের নমুনাতেও করোনা ধরা পড়ে ৷ এর মধ্যে আবার দুই নাবালিকা-সহ পাঁচ জন গর্ভবতী ৷ তবে হোম কর্তৃপক্ষ জানাচ্ছে, ওই মেয়েরা হোমে আসার আগেই গর্ভবতী ছিলেন ৷

কানপুরের কমিশনার সুধীর মহাদেব জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত হবে ৷ যদি কেউ দোষী প্রমাণিত হয়, তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ৷

Published by:Simli Raha
First published:

Tags: COVID-19, Govt shelter home, HIV positive, Kanpur, Pregnant