#ইটানগর: স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসের রেখাচিত্র বদলে দিয়েছিল ভারত-চিন যুদ্ধ।সেই যুদ্ধ পেরিয়ে গিয়েছে প্রায় ৫৬ বছর । আর ৫৬ বছর পরে অরুণাচলের গ্রামবাসীরা পেলেন ৩৮কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ।ভারত-চিন সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশের গ্রামগুলিতেই অবস্থান করেছিল ভারতীয় সেনার ঘাঁটি, বাঙ্কার ও ব্যারাক ।
আরও পড়ুন: 'নেতাজির স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি'
একটি বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজু ও অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু পশ্চিম কামেং জেলার বাসিন্দাদের হাতে এই চেক তুলে দিয়েছেন । রিজু জানিয়েছেন সেনার দখল করা জমিগুলিতে মূলত বিশেষ সম্প্রদায়ের বসবাস ছিল । এই টাকা প্রত্যেক গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হবে ।
আরও পড়ুন: অমৃতসর রেল দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল ? জানাল ট্রেনের চালক
১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ চলাকালীন অরুণাচলের বিস্তীর্ণ অংশে নিজেদের গোপন ঘাঁটি গড়ে তুলেছিল সেনা কিন্তু তারপরে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি স্থানীয়দের । প্রসঙ্গত, রিজু ঘটনাচক্রে অরুণাচলের বাসিন্দা ও রিজুই মূলত প্রতীরক্ষা মন্ত্রকে এই বিষয়ে আর্জি জানিয়েছিলেন যা পরে গৃহীত হয় ।
আরও পড়ুন: সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত কুলগাম, খতম তিন জঙ্গি
এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন রিজু । ২০১৭ সালের এপ্রিল মাসে ১৫২ টি পরিবারের হাতে ৫৪ কোটি টাকা তুলে দেওয়া হয়েছিল । সেপ্টেম্বর মাসে পশ্চিম কামেং - এর বাসিন্দাদের হাতে ১৫৮ কোটি টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছিল । এবছরের ফেব্রুয়ারি মাসে ৪০.৮০ কোটি টাকা তুলে দেওয়া হয়েছিল তাওয়াং জেলার ৩১টি পরিবারের হাতে ।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।