#শ্রীনগর: ৩৭০ ধারা পরবর্তী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বিভক্ত কেন্দ্র ও বিরোধীপক্ষ । এমতাবস্থায় সাংবাদিক বিবৃতিতে জম্মু-কাশ্মীরি যুবকদের ৫০,০০০ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ।
J&K Governor Satyapal Malik: We today announce 50,000 jobs in J&K administration, we will appeal to the youth to get involved with full vigour, in coming 2-3 months we will fill these positions pic.twitter.com/0xrWBwn2hA
— ANI (@ANI) August 28, 2019
কেন্দ্রের দাবি জম্মু-কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক কিন্তু শ্রীনগর বিমানবন্দরে বিরোধীপক্ষের নেতাদের আটকানোর পর থেকেই অভিযোগ কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক নেই । আজকে সাংবাদিক বিবৃতিতে মালিক যদিও জানিয়েছেন কুপওয়ারা ও হান্দওয়াড়া জেলায় মোবাইল সংযোগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ও খুব শীঘ্রই অন্য জেলাগুলিতেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে । কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানিয়েছেন আগামি ২-৩ মাসে জম্মু-কাশ্মীর প্রশাসনে ৫০,০০০ শূন্যপদে কর্মীনিয়োগ করা হবে ও কাশ্মীরি যুবকরা যেন পূর্ণ উদ্যম নিয়ে কাজে যোগ দেয় ।