#শ্রীনগর: ১৪ জুন ইদের দিনই অপহরণ করে সেনা জওয়ান ঔরঙ্গজেবের শরীরটা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল হিজবুল মুজাহিদীনের জঙ্গীরা । তাঁর শেষকৃত্যের দিন চোখের জলে বিদায় জানাতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ । শ্রীনগর থেকে ২৫০ কিলোমিটার দূরে সালানি গ্রামের মেন্ধরের বাসিন্দা ছিলেন ঔরঙ্গজেব।
কেটে গিয়েছে ২ মাস । শহিদ ঔরঙ্গজেবের বাবা একাধিকবার সরকারের কাছে আর্জি জানিয়েছেন কাশ্মীর উপত্যকা থেকে জঙ্গী নিকাশের কাজে উদ্যত হয়েছে । ছেলের হত্যাকারীর শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি । কিন্তু কোনও ফল হয় নি । এবার ঔরঙ্গজেবের হত্যার প্রতিশোধ নিতেই সৌদি আরবের আকর্ষণীয় চাকরি ছেড়ে দিয়ে উপত্যকায় ফিরে এসেছেন প্রায় ৫০ জন যুবক ।
এই যুবকদের প্রত্যেকেই পুঞ্চ জেলার বাসিন্দা। ঔরঙ্গজেবের হত্যার প্রতিশোধ নিতে ছেড়ে দিয়ে এসেছেন লক্ষ টাকা মাইনের চাকরি । জম্মু-কাশ্মীরের পুলিশবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে ঔরঙ্গজেবের অপূর্ণ অভিযান সম্পূর্ণ করতে বদ্ধপরিকর তাঁরা প্রত্যেকেই । প্রসঙ্গত, কুখ্যাত হিজবুল জঙ্গী সমীর টাইগারের এনকাউন্টার দলের সদস্যও ছিলেন ঔরঙ্গজেব ।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aurangzeb, Indian Army