• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘ভরদা’র জেরে উড়ান বিভ্রাট, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

‘ভরদা’র জেরে উড়ান বিভ্রাট, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

 ‘আম্মা’-র পর এবার ‘ভরদা’ বিপর্যয়ে চেন্নাই ৷ আজ বিকেলেই চেন্নাইতে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ‘ভরদা’, বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

‘আম্মা’-র পর এবার ‘ভরদা’ বিপর্যয়ে চেন্নাই ৷ আজ বিকেলেই চেন্নাইতে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ‘ভরদা’, বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

‘আম্মা’-র পর এবার ‘ভরদা’ বিপর্যয়ে চেন্নাই ৷ আজ বিকেলেই চেন্নাইতে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ‘ভরদা’, বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #চেন্নাই: ‘আম্মা’-র পর এবার ‘ভরদা’ বিপর্যয়ে চেন্নাই ৷ আজ বিকেলেই চেন্নাইতে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ‘ভরদা’, বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এখন বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ‘ভরদা’ ৷ ক্রমশ এগোচ্ছে চেন্নাই উপকূলে ৷ ১০০-১১০ কিমি বেগে বিকেলে চেন্নাইতে আছড়ে পড়বে ‘ভরদা’ ৷ এখন ৫০-৬০ কিমি গতিবেগ রয়েছে সাইক্লোন ৷ মূল ভূখণ্ডের দিকে যত এগোবে তত শক্তি বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর ৷ মাত্র ৮৭ কিমি দূরে ‘ভরদা’ ৷ চেন্নাই থেকে ৮৭ কিমি পূর্বে অবস্থিত ভরদা ৷ দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে চেন্নাইতে আছড়ে পরবে ‘ভরদা’, জানালেন চেন্নাই আবহাওয়া দফতরের অধিকর্তা ৷

  ‘ভরদা’র জেরে হায়দরাবাদ-চেন্নাইয়ে উড়ান বিভ্রাট ৷ বেশ কয়েকটি উড়ান বাতিল করা হয়েছে ৷ ভারি বৃষ্টির জেরে দেরিতে চলছে বেশ কয়েকটি উড়ান ৷ ভরদা-র জন্য এখনও পর্যন্ত ১৫টি উড়ান বাতিল করা হয়েছে ৷ ২৫টি উড়ানের গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷ চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর জেলা এবং ভিল্লুপুরম জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে ৷ তামিল নাড়ু সরকার বেসরকারি অফিসগুলিকে তাদের কর্মীদের ছুটি বা ওয়ার্ক ফ্রেম হোম করার পরামর্শ দিয়েছেন ৷

  সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি এলকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ আগামী ৪৮-ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।NDRF একটি ট্যুইটের মাধ্যমে চেন্নাইবাসীকে বাড়িতে এবং সুরক্ষিত জায়গায় থাকার পরামর্শ দিয়েছে ৷ আগামী ৪৮-ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

  ভরদা’-র জেরে দিনভর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রবিবার রাত থেকেই চেন্নাই ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।  বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া ৷ ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগের আশপাশে প্রবল ঝড় আছড়ে পড়তে পারে ওইসব এলাকাগুলিতে।তবে ধীরে ধীরে ঝড়ের প্রকোপ কমবে ৷ তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ সীমানার দিকে এগোবে সাইক্লোন, এমনটাই জানিয়েছে চেন্নাই আবহাওয়া দফতর ৷

  অন্যদিকে ‘ভরদা’ মোকাবিলায় প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ তামিলনাড়ু জুড়ে তৈরি হয়েছে ৭টি মোকাবিলা বাহিনী ৷ ৩টি চেন্নাইতে, ২টি করে কাঞ্চিপূরম ও তিরুভাল্লুরে ৷ পুদুচেরির জন্য প্রস্তুত বিপর্যয় মোকাবিলার ১টি দল ৷ অন্ধ্রপ্রদেশের জন্য প্রস্তুত ৮টি বাহিনী বলে জানিয়েছেন ডিজি NDRF রঞ্জিত কুমার পচনন্দা ৷

  First published: