corona virus btn
corona virus btn
Loading

৫০০ ও ১০০০ বাতিলের পর এবার খবরের শিরোনামে ৫০ ও ১০০ টাকার নোট

৫০০ ও ১০০০ বাতিলের পর এবার খবরের শিরোনামে ৫০ ও ১০০ টাকার নোট

০০ ও ১০০০ টাকা বাতিল করার পর এবার নতুন ডিজাইনের ৫০ ও ১০০ টাকার নোট নিয়ে আসতে চলেছে সরকার ৷

  • Share this:

#নয়াদিল্লি: ৫০০ ও ১০০০ টাকা বাতিল করার পর এবার নতুন ডিজাইনের ৫০ ও ১০০ টাকার নোট নিয়ে আসতে চলেছে সরকার ৷ নতুন নোটে থাকছে অতিরিক্ত সুরক্ষার বন্দোবস্ত। খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে নতুন ৫০ ও ১০০ টাকার নোট ৷ পাশাপাশি পুরনো ৫০ ও ১০০ টাকার নোটও বৈধভাবে বাজারে চলবে ৷ পাশাপাশি নতুন ১০০০ টাকার নোট  আনার কথা ঘোষণা করেছে কেন্দ্র ৷

কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস এদিন এমনটাই জানিয়েছেন ৷ দাস জানিয়েছেন, ৫০ ও ১০০ টাকার নোটের ডিজাইন বদল করা হবে ৷ নতুন ডিজাইনের এই নোট ধীরে ধীরে বাজারে ছাড়া হবে ৷ তবে এখনকার ৫০ ও ১০০ টাকার নোটও বৈধ থাকবে ৷ তিনি আরও জানান নতুন ডিজাইন ও অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা-সহ নতুন ১০০০ টাকার নোটও খুবই তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে ৷

বৃহস্পতিবার থেকে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ব্যাঙ্কে ও ডাকঘর থেকে পাওয়া যাচ্ছিল ৷  এখনই ১০০০ টাকার নতুন নোট জারি করা হচ্ছে না ৷ বাজারে উপস্থিত ৫০ ও ১০০ টাকার নোটের নতুন সিরিজ চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

সময় সময় নোটের নতুন সিরিজ নতুন ডিজাইন ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে বাজারে জারি করে আরবিআই ৷ নোট জাল রুখতে ১০০০ টাকার ডিজাইনে আনা হবে বৈচিত্র্য ৷ বদলানো হবে কালার স্কিম ৷ পরিবর্তন আনা হবে নোটে ব্যবহৃত ছবিতেও ৷

৫০০ টাকার নোটে ব্যবহার করা হয়েছে লালকেল্লার ছবি ৷ দু’হাজার টাকার নোটে রয়েছে মঙ্গলযানের ছবি ৷ এছাড়া নতুন হাজার টাকার নোটের ব্লিড লাইনেও থাকবে বিশেষত্ব ৷ যাতে তা নকল করা না যায় ৷ একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়িই নতুন ১০০ ও ৫০ টাকা নোটও আনবে রিজার্ভ ব্যাঙ্ক ৷

নোট বদল নিয়ে বিরোধীদের দাবি উড়িয়ে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় সরকার। শক্তিশালী অর্থনীতির কথা ভেবেই এই দাওয়াই।

First published: November 10, 2016, 8:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर