corona virus btn
corona virus btn
Loading

পাঁচ বছরেই লড়াকু!‌ উল্টো ঝুলে তিরন্দাজিতে লক্ষ্যভেদ, বিশ্বরেকর্ড ভারতীয় খুদের

পাঁচ বছরেই লড়াকু!‌ উল্টো ঝুলে তিরন্দাজিতে লক্ষ্যভেদ, বিশ্বরেকর্ড ভারতীয় খুদের
Image:ANI

সঞ্জনায় বিশেষ প্রথম শিশু যে ১৩ মিনিটে উল্টো ঝুলে ১১১টি তির মেরে বিশ্বরেকর্ড করেছে।

  • Share this:

#‌চেন্নাই:‌ মাছের চোখের লক্ষ্য ভেদ করেছিলেন অর্জুন। সেই পাণ্ডবদের উত্তরসূরী ভারতবাসী এখনও লক্ষ্য ভেদে সেরা। সেকথাই প্রমাণ করেছে তামিলনাড়ুর বাসিন্দা পাঁচ বছরের সঞ্জনা। মাত্র তেরো মিনিটে সে লক্ষ্যভেদ করেছে। স্বাধীনতা দিবসে মাত্র এইটুকু সময়ের মধ্যো মোট ১১১টি তির ব্যবহার করে লক্ষ্য ভেদ করতে পেরেছে। যা বিশ্বরেকর্ড। কিন্তু এখানেই শেষ নয়। এই পুরো কাজটি সে করেছে উল্টো ঝুলে। সংবাদসংস্থা সেই ছবি প্রকাশও করেছে। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে উল্টো ঝুলে তিরন্দাজির অসম্ভবকে সম্ভব করছে সঞ্জনা।

সঞ্জনায় বিশেষ প্রথম শিশু যে ১৩ মিনিটে উল্টো ঝুলে ১১১টি তির মেরে বিশ্বরেকর্ড করেছে। এই রেকর্ড করতে পেরে সে নিজেও খুশি। গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এটিকে সে পাঠাবে বলেও জানিয়েছে। স্থানীয় একটি অনুষ্ঠানে সে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই কাণ্ড ঘটিয়ে সবাইকে চমকে দেয়। সঞ্জনার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের ক্ষেত্রে এই দিনটা সবে শুরু মাত্র। তিনি চান একদিন তাঁর মেয়ে তিরন্দাজিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। দেশের মুখ উজ্জ্বল করবে বিশ্বের সামনে। বাবা জানিয়েছেন, তাঁর ইচ্ছা ১০ বছর বয়স পর্যন্ত প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন তাঁর মেয়ে একটি করে রেকর্ড করুক। তারপর শুরু হবে ২০৩২ সালের অলিম্পিকের প্রস্তুতি। শুধু তার বাবা নন, নেটিজেনরাও বলছেন, বড় হয়ে এই মেয়ে সত্যি দেশের মুখ উজ্জ্বল করার ক্ষমতা রাখে।

Published by: Uddalak Bhattacharya
First published: August 16, 2020, 5:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर