• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • লখনউয়ের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ৫

লখনউয়ের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ৫

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

 • Share this:

  #লখনউ: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল লখনউয়ের একটি হোটেল ৷ ঝলসে মারা গেলেন পাঁচ জন ৷ আগুনের বিষাক্ত ধোঁয়ায় আরও পাঁচ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ৷ তাদের শরীর ৯০ শতাংশ পুড়ে গিয়েছে ৷ মঙ্গলবার লখনউয়ের চারবাগের দুধ মান্ডি এলাকায় একটি হোটেলে আগুন লাগার ঘটনাটি ঘটে ৷

  অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন লেগেছে বুঝতে পরেই হোটেলের ঘর ফাঁকা করে দেওয়া হয়। ৫০  জন অতিথিকে নিরাপদে হোটেলের বাইরে বার করে আনা হয়।

  লখনউয়ের আইজি এস পাণ্ডে জানিয়েছেন, সকাল সাড়ে পাঁচটায় প্রথম আগুন লাগার বিষয়টি নজরে আসে হোটেল কর্মীদের৷ ছ’টা নাগাদ খবর দেওয়া হয় পুলিশকে ৷ তদন্তে হোটেলের কোনও গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

  দু’সপ্তাহ আগেই লখনউয়ের বেহতা সাবোলিতে একটি তুলোর কারখানায় আগুন লেগে যায়। কোনও পথচারীর ছোঁড়া সিগারেট থেকেই আগুন লেগেছিল কারখানাটিতে, তদন্তে নেমে জানায় পুলিশ। এক প্রত্যক্ষদর্শী বলেন, মারাত্মক বিস্ফোরণের মতো শব্দ শুনে ঘরের বাইরে এসেছিলেন তিনি। তারপরই অগ্নিকাণ্ডের বিষয়টি জানা যায়। আশপাশের হোটেলও খালি করে দেওয়া হয়েছে।

  First published: