#নয়াদিল্লি: দিল্লির জাহাঙ্গিপুরি এলাকায় অবস্থিত বাবু জগজীবন রাম হাসপাতালে চিকিৎসক-সহ ৪৪ জন স্টাফ করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ৷ কোভিড ১৯ টেস্ট তাদের সকলের রেজাল্ট পজিটিভ এসেছে ৷ আপাতত তাদের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ৷ এরপর থেকেই হাসপাতালের মেডিকেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ গোটা হাসপাতাল স্যানিটাইজ করা হচ্ছে ৷ দিল্লির স্বাস্থ্য দফতরকে এই বিষয়ে জানানো হয়েছে ৷
এর আগে দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন যে বাবু জগজীবন রাম হাসপাতালের স্টাফ করোনায় আক্রান্ত ৷ জাহাঙ্গিপুরি এলাকায় করোনা আক্রান্তের একাধিক ঘটনা সামনে এসেছে ৷
দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা রবিবার বেড়ে ৮২৪ হয়ে গিয়েছে ৷ আক্রান্তের মোট সংখ্যা ২৬,৪৯৬ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর তরফে এই তথ্য জানানো হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।