ফের শিশুমৃত্যু যোগীর রাজ্যে , ৪৮ ঘণ্টায় ৪২টি শিশুর মৃত্যু

ফের শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ল গোরখপুরে ৷ গত ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের গোরখপুরের BRD মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ৪২টি শিশুর ৷

  • Last Updated :
  • Share this:

    #গোরখপুর: ফের শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ল গোরখপুরে ৷ গত ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের গোরখপুরের BRD মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ৪২টি শিশুর ৷ হাসপাতালের প্রিন্সিপ্যাল পি কে সিং জানান, এনসেফ্যালাইটিসের কারণে মৃত্যু হয়েছে সাতজন শিশুর ৷ সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল তাদের ৷ বাকিদের শিশুজনিত রোগের কারণে মৃত্যু হয়েছে।মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    তিনি আরও জানান, ‘১৬ জনের NICU ও ’6 জনের PICU-তে মৃত্যু হয়েছে ৷ হাসাপাতালের সাফাইয়ে তিনি বলে যে অনেক শিশুকেই সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হচ্ছে ৷ ফলে ভর্তির এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হচ্ছে অনেকের ৷

    হাসপাতালে প্রতিদিন ৩৪২ থেকে ৩৫০টি করে শিশু ভর্তি হচ্ছে। বুধবার ৩৪৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ শিশুদের চিকিৎসার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আশা করা হচ্ছে খুব শীঘ্রই মৃতের সংখ্যা কমে আসবে ৷

    এর কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের গোরখপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রায় ৭২টি শিশুর মৃত্যু হয় ৷ লাগাতার শিশুমৃত্যুর জন্য এনসেফালাইটিসকেই দায়ী করেছেন তিনি। তাঁর দাওয়াই, স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমেই দূর হবে এমন মৃত্যু।

    First published:

    Tags: 42 children die in last 48 hours at BRD hospital, Bengali News, Child Death In Gorakhpur