#গোরখপুর: ফের শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ল গোরখপুরে ৷ গত ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের গোরখপুরের BRD মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ৪২টি শিশুর ৷ হাসপাতালের প্রিন্সিপ্যাল পি কে সিং জানান, এনসেফ্যালাইটিসের কারণে মৃত্যু হয়েছে সাতজন শিশুর ৷ সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল তাদের ৷ বাকিদের শিশুজনিত রোগের কারণে মৃত্যু হয়েছে।মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও জানান, ‘১৬ জনের NICU ও ’6 জনের PICU-তে মৃত্যু হয়েছে ৷ হাসাপাতালের সাফাইয়ে তিনি বলে যে অনেক শিশুকেই সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হচ্ছে ৷ ফলে ভর্তির এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হচ্ছে অনেকের ৷
হাসপাতালে প্রতিদিন ৩৪২ থেকে ৩৫০টি করে শিশু ভর্তি হচ্ছে। বুধবার ৩৪৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ শিশুদের চিকিৎসার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আশা করা হচ্ছে খুব শীঘ্রই মৃতের সংখ্যা কমে আসবে ৷
এর কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের গোরখপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রায় ৭২টি শিশুর মৃত্যু হয় ৷ লাগাতার শিশুমৃত্যুর জন্য এনসেফালাইটিসকেই দায়ী করেছেন তিনি। তাঁর দাওয়াই, স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমেই দূর হবে এমন মৃত্যু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 42 children die in last 48 hours at BRD hospital, Bengali News, Child Death In Gorakhpur