#নয়াদিল্লি: নয়া কৃষি বিল নিয়ে গর্জে উঠেছে গোটা দেশ । যে দুই হাত গোটা দেশবাসীর মুখে খাদ্যের যোগান দেয়, আজ তাঁরা লাঙল-কোদাল ফেলে ঝান্ডা নিয়ে প্রতিবাদী মিছিলে । কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে রাজধানী দিল্লির বিভিন্ন সীমান্ত । ডাকা হয়েছে ধর্মঘট । সরকারের সঙ্গে একাধিক বৈঠকেও মেলেনি সুরাহা । শেষ পর্যন্ত অনশনের হুমকি দিয়েছেন কৃষকরা । আবার কিছু গোষ্ঠী এরই মধ্যে শুরু করেছে রাজনৈতিক ফায়দা খুঁজতে । এক জোট হয়েছে সরকার বিরোধীরা । নতুন কৃষি বিল আদৌ কৃষকদের পক্ষে না বিপক্ষে তা নিয়ে মতভেদ, বিতর্ক, আলোচনার শেষ নেই ।
কিন্তু অতশত বাকবিতন্ডা বোঝে না খুদে । কৃষক মান্ডি, এমএসপি, বাজার দর, এসবের অর্থও জানে না সে । তবু বাবার হাত ধরে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে ৪ বছরের রেহান । বাড়ি তার বিহারে । বাবা মেহতাব আলমের সঙ্গে দিন দশেক আগে দিল্লির সিংঘু সীমান্তে এসেছে রেহান । আর বাবার সঙ্গে সঙ্গে এখন সেও রোজ সেখানকার বিক্ষোভরত কৃষকদের মধ্যে বিলি করছে বিস্কুটের প্যাকেট আর কলা ।
রেহানের বাবা মেহতাব জানান, বিহারের কৃষক পরিবারের সন্তান তিনি । সরকারের নতুন এই কৃষি বিলের বিরুদ্ধে সরব হতে তিনি এসেছেন দিল্লি সীমান্তে । তবে এখানে এসে কৃষকদের কষ্ট দেখে সকলকে খাবার বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন মেহতাব । ছোট্ট রেহানও তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিলি করছে খাবারের প্যাকট ।
বিক্ষোভের মধ্যে হলুদ জ্যাকেট আর কালো মাস্ক পরা ৪ বছরের ছোট্ট রেহানের ছবি ইন্টারনেটে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে । তার এক হাতে বিস্কুট, অন্য হাতে কলা ।
প্রসঙ্গত গত তিন সপ্তাহ ধরে গোটা দেশেই এই কৃষক আন্দোলন চলছে । ৩২টি কৃষক সংগঠনের নেতারা অনশনে বসেছেন । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২০ জন কৃষকের । দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা দলে দলে দিল্লি যাচ্ছেন এই বিদ্রোহে যোগ দিতে । অন্যদিকে, কৃষি বিল নিয়ে নিজেদের অবস্থানে এখনও অনড় কেন্দ্র । বিলে কিছু সংশোধনী আনতে রাজি হলেও, বিল প্রত্যাহার করতে রাজি নয় সরকার । ফলে বারবারই বিফলে যাচ্ছে সরকার-কৃষক বৈঠক ।