#চণ্ডীগড়: বিষ মদ খেয়ে পঞ্জাবে মৃত্যু হল ৩৮ জনের৷ পঞ্জাবের তিনটি জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ বুধবার রাত থেকে অমৃতসর, বাটালা ও তর্ন তরন জেলা মিলিয়ে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে মোট ৩৮ জনের৷ আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ৷
তর্ন তরন জেলায় মারা গিয়েছেন ১৩ জন, অমৃতসরে ১১ ও ৮ জনের মৃত্যু হয়েছে বাটালা জেলায়৷ পঞ্জাবের ডিজিপি দীপঙ্কর গুপ্তা জানিয়েছেন, প্রথমে গত ২৯ জুলাই রাতে অমৃতসরের দুটি গ্রাম থেকে বিষমদ খেয়ে ৫ জনের মৃত্যুর খবর আসে৷ তারপর মৃতের সংখ্যা বাড়তে শুরু করে৷ শুক্রবার রাতে তা বেড়ে ৩৮ হয়ে যায়৷
I have ordered a magisterial enquiry into suspected spurious liquor deaths in Amritsar, Gurdaspur and Tarn Taran. Commissioner, Jalandhar Division will conduct the enquiry and coordinate with concerned SSPs and other officers. Anyone found guilty will not be spared.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) July 31, 2020
পুলিশ ইতিমধ্যে অমৃতসরের মুছাল গ্রাম থেকে বলবিন্দর কউর নামে একজনকে গ্রেফতার করেছে৷ মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, ঘটনায় দোষীদের কড়া শাস্তি হবে৷ একই সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছেন, রাজ্যজুড়ে বেআইনি মদের ঠেক ভাঙার অভিযান চালানোর জন্য৷
অমরেন্দ্র সিংহ শুক্রবার টুইট করেন, 'বিষমদে মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। জলন্ধর ডিভিশনের কমিশনার এই তদন্ত পরিচালনা করবেন। সংশ্লিষ্ট জেলাগুলির এসএসপি এবং অন্য প্রশাসনিক আধিকারিকরা তাঁকে সহায়তা করবেন। দোষীদের রেহাই মিলবে না।'
স্থানীয বাসিন্দাদের অভিযোগ, পুলিশের সঙ্গে যোগসাজশেই এলাকায় চোলাই মদের কারবার চলছে দীর্ঘদিন ধরে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।