Home /News /national /
মর্মান্তিক...বাড়ি ফেরার পথে নয়ানজুলিতে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, আশঙ্কাজনক ১০

মর্মান্তিক...বাড়ি ফেরার পথে নয়ানজুলিতে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, আশঙ্কাজনক ১০

বাসে থাকা ৩৫ জন দুর্ঘটনায় আহত হয়েছেন । তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক ।

 • Share this:

  #এটাওয়া:  দুর্দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না । ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকরা । শুক্রবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজস্থান থেকে হামিরপুর রওনা হয়েছিল একটি বাস । বিথাউলির কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায় । বাসে থাকা ৩৫ জন দুর্ঘটনায় আহত হয়েছেন । তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক । আহতদের প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সেখানেই বর্তমানে তাঁদের  চিকিৎসা চলছে ।

  স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্ঘটনাটি ঘটে সকাল ১১টা নাগাদ । সার্কেল অফিসার মাসা সিং জানিয়েছেন , চালক কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায় । এদিন দুর্ঘটনার পর বাসযাত্রীদের আর্তনাদে ছুটে আসেন আশপাশের মানুষ । তাঁরাই পুলিশে খবর দেন । প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন ।

  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন বাসে যারা ফিরছিলেন তাঁরা মূলত ইট ভাটার শ্রমিক । দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটছিল তাঁদের । এরপর বাড়ি ফেরার ব্যাবস্থা হয় । এদিকে, দুর্ঘটনার পড় থেকে পলাতক বাসের চালক এবং খালাসি । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

  Published by:Shubhagata Dey
  First published:

  Tags: Bus Accident, Migrant labour, UP Etawah

  পরবর্তী খবর