#নয়াদিল্লি: বছর ৩১ সৌম্যা- কেরলের এই মহিলা আতর্কিতেই মারা গেলেন৷ ইজরায়েলে দীর্ঘ সাত বছর ধরে কাজ করছিলেন৷ এক বৃদ্ধা -র সেবা করার সময় হঠাৎই সেই বাড়িতে রকেট হানা হয় আর তাতে মৃত্যু হয় তাঁর৷
সন্ধ্যাবেলায় তিনি তাঁর স্বামী- যিনি কেরলে থাকেন তাঁর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন৷ সেই সময়েই এই ভয়ানক ঘটনা ঘটে যায় ৷ বাড়িতে রকেট হামলা হয় আর তাতেই সৌম্যা মারা যান৷
সৌম্যা -র দেওর জানিয়েছেন, ‘‘আমার দাদা ভিডিও কলে কথা বলছিলেন, তখন একটা ভয়ানক শব্দ শোনা যায়, ফোনটা কেটে যায়, এরপর আমরা সেখানের মালায়ালি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করি, তখনই খবরটা পাই৷ ’’ ইদ্দুকি জেলার কেরিথুউদের বাসিন্দা সৌম্যা৷ দীর্ঘ ৭ বছর কর্মসূত্রে তিনি ইজরায়েলে ছিলেন৷ যদিও এখনও সরকারি ভাবে তাঁর মৃত্যুর খবর জানানো হয়নি৷
বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ মৃতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন৷ তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন৷
Spoke with the family of Ms Soumya Santhosh to convey my deep condolences at her tragic demise during the rocket attacks from Gaza today. Assured all possible assistance. We have condemned these attacks and the violence in Jerusalem, and urged restraint by both sides.
— V. Muraleedharan (@MOS_MEA) May 11, 2021
নব নির্বাচিত ন্যাশানালিস্ট কংগ্রেসের বিধায়কও এই ঘটনার নিন্দা করেছেন৷ তিনি জানিয়েছেন প্রচুর কেরালিয়ান ইজরায়েলে কাজ করেন তাঁরা প্রতিনিয়ত ভয়ে রয়েছেন৷
এদিকে ইজরায়েল (Israel) আর হমাসের (Hamas) মধ্যে তৈরি হওয়া অশান্তি এবার হিংসাত্মক হয়ে উঠেছে৷ রাতারাতি দু‘পক্ষের মধ্যে হিংসার ঘটনা মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ তাজা আপডেট অনুযায়ি প্রায় ১০০ টি-র কাছাকাছি রকেট দাগা হয়েছে৷ তার জেরে এক ভারতীয়র মৃত্যু হয়েছে৷ এই লড়াইতে এখনও অবধি ৩৫ জন প্যালেস্তানীয় এবং ৩ জন ইজরায়েলি-র মৃত্যু হয়েছে৷
বিবিসি-র রিপোর্ট অনুয়ায়ি সোমবার রাত থেকে ইজরায়েলের পক্ষ থেকে ৩০০ -র বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে৷ সেখানে ইজরায়েলের দাবি এর প্রত্যুত্তরে গাজা -র ১৫০-র থেকে বেশি জায়গায় হামলা চালানো হয়েছে৷ সংবাদমাধ্যমের দাবি হামলায় যে ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে তাঁর নাম সৌম্যা সন্তোষ৷ যিনি সাত বছর ধরে ইজরায়েলের বাসিন্দা৷ খবর অনুযায়ি হামলা চলাকালীন তিনি একটি বাড়িতে এক বৃদ্ধা মহিলার দেখাশোনা করছিলেন৷ তবে এই হামলার ঘটনায় বৃদ্ধা মহিলা বেঁচে গেছেন৷ কিন্তু তাঁর দেখাশোনায় কর্তব্যরত সৌম্যার মৃত্যু হয়ে যায়৷ বৃদ্ধা মহিলা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন৷
রিপোর্ট অনুযায়ি ইজরায়েলের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামাস প্রায় ১৩০ টি রকেট দেগেছে৷ এরই পাশাপাশি জেরুজালেমেও হিংসা ছড়ানো হচ্ছে৷ ইজরায়েল এই হামলা বৃদ্ধির উত্তর দিতে গিয়ে গাজা স্ট্রিপে পাল্টা হামলা চালিয়েছে৷ এই হামলার দরুণ বড় বিল্ডিংগুলিকে নিশানা বানানো হয়৷ হামাস চরমপন্থী বানানো হয়েছে৷ এর দরুণ ৩ আতঙ্কবাদীর মৃত্যু হয়েছে৷
বিশেষত্ব এই যে ২০১৪ -র পর দু‘পক্ষের মধ্যে এখনও অবধি এটাই সবচেয় ঘাত-প্রতিঘাতে ভরা আক্রমণ৷ গাজা স্ট্রিপ নিয়ে দু‘পক্ষের মধ্যে এই লড়াই আন্তর্জাতিক মহলে চিন্তার ভাঁজ ফেলেছে৷ একাধিক দেশ এই হিংসা থামানোর আবেদন করেছে৷ এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেত্যানাহু বলেছেন জেরুজালেমে রকেটে হানা দিয়ে হামাস নিজেদের এক্তিয়ার বহিভূর্ত কাজ করেছে৷ তিনি হামাসের ওপর হামলা আরও বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে৷ বিবিসির খবর অনুযায়ি এবার সংঘর্ষ তখন শুরু হয় যখন জেরুজালেমের প্যালিস্তানিয় পরিবারদের বার করে দেওয়ার হুমকি দেওয়া হয়৷ এরপরেই এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে গণ্ডগোল শুরু হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।