মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা। চন্দ্রপুর জেলায় ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তিন চুক্তিভিত্তিক কর্মী ভূগর্ভস্থ স্যুয়ারেজ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় শ্বাসরোধে মৃত্য়ু।
আরও পড়ুন- Calcutta High Court: এক দিনের খুঁত ধরতে গিয়ে হাইকোর্টে ফাঁপড়ে শিক্ষাসচিব !
রাজুরা থানার পরিদর্শক চন্দ্রশেখর বাহাদুর জানিয়েছেন, মঙ্গলবার বল্লারপুর এলাকার সাস্তি-ধোপতলা শহর এই ভয়াবহ ঘটনার সাক্ষী। শুধু তাই নয় আরও দুজন অজ্ঞান হয়ে পড়েছিলেন। তবে তাঁরা প্রাণে বেঁচেছেন।
আরও পড়ুন- মা হতে চলেছেন সোনম কাপুর, বেবি বাম্পের ছবি শেয়ার করে উচ্ছ্বসিত শাশুড়িও!পুলিশ জানিয়েছে, দুই শ্রমিক রাজু জাঞ্জারলা এবং সুভাষ খান্ডলকারকে মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজন কর্মী সুশীল কোর্দে নাগপুরের একটি হাসপাতালে পরে মারা যান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharashtra