Home /News /national /
3 Workers Die of Suffocation: মহারাষ্ট্রে ভয়াবহ ঘটনা, কী হল তিন টিকাশ্রমিকের সঙ্গে ?

3 Workers Die of Suffocation: মহারাষ্ট্রে ভয়াবহ ঘটনা, কী হল তিন টিকাশ্রমিকের সঙ্গে ?

A JCB machine was then used to remove a slab covering the tank. (Representational Image: Reuters)

A JCB machine was then used to remove a slab covering the tank. (Representational Image: Reuters)

3 Workers Die of Suffocation: সকাল ৯টা নাগাদ কয়েকজন শ্রমিক ১০ ফুট গভীর ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন। কিন্তু, দীর্ঘ সময় পরেও তাঁরা বের না হলে অন্য কয়েকজন শ্রমিক স্থানীয়দের বিষয়টি জানান।

 • Share this:

  মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা। চন্দ্রপুর জেলায় ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তিন চুক্তিভিত্তিক কর্মী  ভূগর্ভস্থ স্যুয়ারেজ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় শ্বাসরোধে মৃত্য়ু।

  আরও পড়ুন- Calcutta High Court: এক দিনের খুঁত ধরতে গিয়ে হাইকোর্টে ফাঁপড়ে শিক্ষাসচিব !

  রাজুরা থানার পরিদর্শক চন্দ্রশেখর বাহাদুর জানিয়েছেন, মঙ্গলবার বল্লারপুর এলাকার সাস্তি-ধোপতলা শহর এই ভয়াবহ ঘটনার সাক্ষী। শুধু তাই নয় আরও দুজন অজ্ঞান হয়ে পড়েছিলেন। তবে তাঁরা প্রাণে বেঁচেছেন।

  আরও পড়ুন- মা হতে চলেছেন সোনম কাপুর, বেবি বাম্পের ছবি শেয়ার করে উচ্ছ্বসিত শাশুড়িও!
  সকাল ৯টা নাগাদ কয়েকজন শ্রমিক ১০ ফুট গভীর ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন। কিন্তু, দীর্ঘ সময় পরেও তাঁরা বের না হলে অন্য কয়েকজন শ্রমিক স্থানীয়দের বিষয়টি জানান। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

  পুলিশ জানিয়েছে, দুই শ্রমিক রাজু জাঞ্জারলা এবং সুভাষ খান্ডলকারকে মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজন কর্মী সুশীল কোর্দে নাগপুরের একটি হাসপাতালে পরে মারা যান।

  Published by:Rachana Majumder
  First published:

  Tags: Maharashtra

  পরবর্তী খবর