#মোহালি: জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল তিন ব্যক্তিকে ৷ সোমবার মোহালি থেকে ধৃতদের গ্রেফতার করে পঞ্জাব পুলিশের অপরাধ দমন শাখা ৷ সূত্রের খবর, তিন জনের কাছ থেকে দুটি একে-৪৭, পাঁচটি পিস্তল ও পাকিস্তানের সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ ৷
মোহালি পুলিশের এসএসপি জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে প্রচুর পাকিস্তান ও চিনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ আরও তথ্য সংগ্রহ করতে ধৃতদের জেরা করছেন পুলিশ আধিকারিকরা ৷ পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার ঘটনায় নিরাপত্তার গলদ নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন । পাঠানকোঠে এখনও জারি রয়েছে সেনা অভিযান ৷ তারই মাঝে এই ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকদের কপালে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mohali, Pakistani Mobile Sim Cards, Police, Suspected Terrorists Arrested, Three Suspected Terrorists