#নয়াদিল্লি: কাশ্মীরে উপত্যকায় ঢুকে পড়েছে ২৫০ জঙ্গি ! পাকিস্তানের তিনটি জঙ্গি গোষ্ঠীর মোট ২৫০ জন জঙ্গি এই মুহূর্তে সক্রিয় রয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকায় ৷ ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এমনই খবর রয়েছে ৷ পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নিতে মরিয়া জঙ্গিরা ৷
ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, এই বিপুল সংখ্যক জঙ্গি লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের সদস্য ৷ সার্জিক্যাল স্ট্রাইকের আগেই তারা ভারতে প্রবেশ করেছে এবং হামলা করার জন্য তৈরি হচ্ছে ৷
কেন্দ্র সরকার জম্ম-কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের LOC ও সীমান্তে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ৷ কোনওরকম নাশকতা এড়ানোর জন্য সব রকমের ব্যবস্থা ও পদক্ষেপ নিতে বলা হয়েছে ৷
জানা গিয়েছে, যদিও নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হয়েছে তবুও বেশ কয়েকটি জায়গায় ভৌগলিক কারণে ফাঁক রয়ে যাচ্ছে ৷ সেনা বাহিনী, BSF, CRPF ও জম্ম- কাশ্মীরের পুলিশ জঙ্গিদের খোঁজে জোড়কদমে তল্লাশি অভিযান চালাচ্ছে ৷
গত এক মাসে ৪০ জন জঙ্গি যারা সীমান্ত পেরিয়ে সেনা ছাউনিতে হামলার চেষ্টা করছিল তাদের খতম করেছে ভারতীয় সেনা বাহিনী ৷