Covid-19: করোনায় একসঙ্গে আক্রান্ত ২৫ জন! ভাইরাসের মারণ থাবার জেরে চিন্তায় পাটিয়ালার NIS

Covid-19: করোনায় একসঙ্গে আক্রান্ত ২৫ জন! ভাইরাসের মারণ থাবার জেরে চিন্তায় পাটিয়ালার NIS

Photo : File

প্রায় ৩৮০ জনের করোনা পরীক্ষা শুরু হয়েছে। গতকাল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) তরফে এমনই খবর মিলেছে।

  • Share this:

#পাটিয়ালা: এবার পাটিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে (National Institute of Sports) থাবা বসাল মারণ ভাইরাস করোনা। করোনায় আক্রান্ত বক্সিং কোচ সহ ২৫ জন। আক্রান্ত হয়েছেন কয়েকজন বক্সার ও সাপোর্ট স্টাফের লোকজনও। সেই সূত্র ধরেই প্রায় ৩৮০ জনের করোনা পরীক্ষা শুরু হয়েছে। গতকাল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) তরফে এমনই খবর মিলেছে।

SAI-এর তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে এপর্যন্ত মোট ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এদের মধ্যে কোনও টোকিও ওলিম্পিক-বাউন্ড অ্যাথলেট নেই। এক্ষেত্রে ইন্ডিয়া মেইন বক্সিংয়ের মুখ্য কোচ সি এ কুট্টাপ্পা (CA Kuttappa) ও শট পুট কোচ মহিন্দর সিং ধিলনের ( Mohinder Singh Dhillon) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত চারিদিকে আতঙ্কের পরিবেশ। আক্রান্তরা প্রত্যেকে সেল্ফ আইসোলেশনে রয়েছেন। সকলের ক্ষেত্রেই প্রাথমিক স্বাস্থ্যবিধি আরও কড়াকড়ি করা হয়েছে।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পাটিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসের প্রায় ৩৮০ জন অ্যাথলিটের করোনা পরীক্ষা করানো হচ্ছে। সেই সূত্রে জানা গিয়েছে, মোট ২৫ জনের মধ্যে ১০ জনই প্রতিষ্ঠানের ট্র্যাক ও ফিল্ড গ্রুপ ট্রেনিং সেন্টারের কর্মী। ইতিমধ্যেই তাঁদের সেল্ফ আইসোলেশন ও কোয়ারানটিনের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে এখনও পর্যন্ত সবার রিপোর্ট আসেনি। সেই মতো যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, অ্যাথলিটদের আলাদা রাখার পাশাপাশি পুরো ক্যাম্পাস স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই পুরো দমে কাজে লেগে পড়েছেন কর্মীরা। তবে ওয়েট লিফ্টারদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হননি। যে সমস্ত বক্সাররা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে সিলভার মেডালিস্ট দীপক কুমার (Deepak Kumar) ও ইন্ডিয়া ওপেন গোল্ড মেডালিস্ট সঞ্জিতের নাম রয়েছে। বক্সিং বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭। তবে সংক্রমণ আরও বাড়তে পারে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

Written By: Sovan Chanda

Published by:Swaralipi Dasgupta
First published:
0