#কেরালা: সারা দেশ জুড়ে এখন করোনা আতঙ্ক ! প্রতিদিন বেড়ে চলেছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মানুষকে গৃহবন্দি করে করা হচ্ছে ভাইরাসের মোকাবিলা। কিন্তু এই যুদ্ধে যারা সামনে থেকে যুদ্ধ করছেন তাঁরা হলেন দেশের ডাক্তার ও পুলিশেরা। ডাক্তাররা এই যুদ্ধের প্রধান সৈনিক। প্রতিদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ রক্ষা করছেন তাঁরা।
তবে শুধু কাজেই নয় মানুষের জন্য মিলিত হয়ে তাঁরা প্রার্থণা করলেন। কেরালার ত্রিরুবানদরমের এসকে হাসপাতালের ২৪ জন ডাক্তার মিলিত হয়ে একটি ভিডিও বানালেন। নিজেদের ডিউটি শেষ করে যে যার বাড়িতে গিয়ে বানিয়েছেন এই ভিডিও। তাঁরা এই ভিডিওতে নাচ করেছেন। মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই চেষ্টা !
#WATCH 24 women doctors of SK Hospital in Kerala's Trivandrum perform at their homes, outside duty hours,on cover version of devotional song 'Lokam muzhuvan sukham pakaran',giving message of unity&praying to God to lead medical fraternity's way amid #COVID19.(Source: SK Hospital) pic.twitter.com/m1n5PII0ZC
— ANI (@ANI) April 14, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Doctor, Kerala