#লখনউ: যমুনায় নৌকাডুবি। দুর্ঘটনায় ২২ জন যাত্রীর মৃত্যু। এখনও পর্যন্ত জীবিত ১২ জনকে উদ্ধার করা গিয়েছে। তাদের স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। নৌকায় প্রায় ৬০ জন মত যাত্রী ছিল। অনেকেই যমুনা নদীর জলে ভেসে গিয়েছেন। তাঁদের উদ্ধারের প্রচেষ্টা চলছে।
বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের বাগপত থেকে জন খাটতে যাচ্ছিলেন স্থানীয় শ্রমিকরা। নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায়, এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন। মৃতদের পরিবারকে দু' লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা যোগী সরকারের।
নৌকাডুবির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ প্রতিবাদে এডিএমের গাড়িতে ইটবৃষ্টি করে স্থানীয়রা ৷ ভয়ে জঙ্গলে পালিয়ে যান আধিকারিকরা ৷ পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতারা ৷ দিল্লি-সহারনপুর হাইওয়েতে অবরোধ করেন তারা ৷ রাস্তায় ৫টি দেহ ঘিরে অবরোধ গ্রামবাসীর করে গ্রামবাসীরা ৷