• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রেমিকার মন পেতে গাড়ির গায়ে ২০০০ টাকার নোট, পুলিশের খপ্পরে প্রেমিক

প্রেমিকার মন পেতে গাড়ির গায়ে ২০০০ টাকার নোট, পুলিশের খপ্পরে প্রেমিক

প্রেমই সর্বশ্রেষ্ঠ ৷ প্রেমের আগে আর কিছু নেই ৷ বলিউডের গান হোক বা প্রেমের কবিতা ৷

প্রেমই সর্বশ্রেষ্ঠ ৷ প্রেমের আগে আর কিছু নেই ৷ বলিউডের গান হোক বা প্রেমের কবিতা ৷

প্রেমই সর্বশ্রেষ্ঠ ৷ প্রেমের আগে আর কিছু নেই ৷ বলিউডের গান হোক বা প্রেমের কবিতা ৷

 • Share this:

  #মুম্বই: প্রেমই সর্বশ্রেষ্ঠ ৷ প্রেমের আগে আর কিছু নেই ৷ বলিউডের গান হোক বা প্রেমের কবিতা ৷ সবেতেই প্রেম মানে অমূল্য রতন ৷ আর যারা এই অমূল্য রতনের খোঁজ পেয়েছেন, তাঁরা কী সহজে একে হাতছাড়া করতে চান! তাই তো প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য প্রেমিকের মাথায় নানা বুদ্ধি ৷ নানা প্ল্যান ৷ তবে ভ্যালেন্টাইনস ডে-তে মুম্বইয়ের এক প্রেমিক এমন এক কাজ করলেন, যার জন্য প্রেমিকার কাছে নয়, বরং ধরা দিতে হল পুলিশের কাছে ৷

  প্রেমিকাকে তাক লাগিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন মুম্বইয়ের এক প্রেমিক ৷ অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ ঠিক করলেন গাড়িটাই সাজাবেন ২০০০ টাকার নোট দিয়ে ৷ আর সেই টাকায় সাজানো গাড়ি নিয়েই প্রেমিকার কাছে পৌঁছালেন প্রেমিক ৷ টাকায় সাজানো গাড়ি রাস্তায় নামতেই মুম্বইয়ের রাজপথে শুরু হয়ে গিয়েছিল হইচই ৷

  পুরো ঘটনাটি নজরে আসতেই মুম্বই পুলিশের হাতে ধরা পড়ল প্রেমিক ৷ তবে যুবকের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷ এমনকী, ঘটনার পর চম্পট প্রেমিকের, সেই প্রেমিকাও !

  First published: