#দিজপুর: অসমে নির্বাচনী প্রচারে (Assam Election 2021) এসে ঢালাও প্রতিশ্রুতি প্রিয়াঙ্কা গান্ধির (Priyanka Gandhi)৷ মঙ্গলবার অসমের তেজপুরের সভায় দাঁড়িয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়ে দিলেন যে, কংগ্রেস ক্ষমতায় আসলে অসমে লাগু হবে না নাগরিকত্ব সংশোধনী আইন (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ, CAA)৷
এমনকী ভোট টানতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণাও করেন প্রিয়াঙ্কা৷ তিনি বলছেন, "যখন আমাদের দল ক্ষমতায় আসবে তখন নতুন একটি আইন প্রনয়ণ করা হবে যাতে সিএএ লাগু না হয়৷ পাশাপাশি প্রতি মাসে ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে৷"
When our party comes into power, a law will be enacted to ensure that CAA is not implemented here. 200 units of electricity will be given free of cost every month: Congress General Secretary Priyanka Gandhi at a rally in Tezpur, Assam pic.twitter.com/hHUQA9Qfs6
— ANI (@ANI) March 2, 2021
প্রিয়াঙ্কা আরও জানান যে, অসমের গূহবধূদের প্রতিমাসে কংগ্রেস ২০০০ টাকা করে দেবে 'গৃহিণী সম্মান' প্রকল্পে৷ পাশাপাশি চা বাগানে কাজ করা মহিলা শ্রমিকদের প্রতিদিন ৩৬৫ টাকা করে দেওয়া হবে৷ এছাড়াও ক্ষমতায় আসলে কংগ্রেস ৫ লক্ষ সরকারি চাকরি দেবে বলেও জানান প্রিয়াঙ্কা৷ প্রিয়াঙ্কা এও বলে দেন যে এই কথাগুলো কোনও প্রতিশ্রুতি নয়, এটা গ্যারান্টি৷
We will provide Rs 2,000 per month to all the housewives as 'grihini samman'. The woman working in tea gardens will be provided Rs 365 per day. We'll create 5 lakhs new govt jobs. These are not promises but guarantee: Congress General Secretary Priyanka Gandhi in Tezpur, Assam pic.twitter.com/mZ9vdvG7aw
— ANI (@ANI) March 2, 2021
২০১৯ সালে অসম উত্তপ্ত হয়েছিল সিএএ প্রত্যাহারের দাবিতে৷ এমনকী কেন্দ্র বিরোধী বিক্ষোভে প্রাণও হারান ৫ জন৷ আন্দোলনকারীরা জানিয়ে ছিলেন যে, সিএএ লাগু হলে তাঁদের সাংস্কৃতিক পরিচয় ও জীবন বিপন্ন হবে৷ এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা এদিন বলেন, বিজেপি নেতারা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে সিএএ লাগু করতে চেয়েছিলেন৷ কিন্তু সেই সাহস তাঁদের নেই৷
আসন্ন নির্বাচনে মহাজোটের প্রসঙ্গে প্রিয়াঙ্কা কংগ্রেসকে সরাসরি বিঁধে বলেন, "কংগ্রেস ও ৬ অন্য দলের মহাজোট এবার অসমে ক্ষমতায় আসছে৷ বিজেপি-র মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষ বিরক্ত৷"আগামী ২৭ মার্চ থেকে তিন দফায় অসমে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে অসমের বন্ধ এবং বেহাল অবস্থায় থাকা চা বাগানেই কংগ্রেসের ফোকাস৷ সেখানকার চা শ্রমিকদের চরম দুর্দশার কথাও ভোট প্রচারে সামনে নিয়ে আসতে চাইছে কংগ্রেস৷