#নয়াদিল্লি: হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল ও হরিয়ানার বুকে আতঙ্ক ধরিয়েছে বার্ড ফ্লু৷ এবার কি এই অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা দেশের রাজধানীতেও হানা দিল? দিল্লিতে কাকেদের মড়ক লাগার পরেই এমনটা সন্দেহ করা হচ্ছে৷ এখনও পর্যন্ত ২০০ কাকের মৃত্যু হয়েছে দিল্লির ময়ূর বিহার ফেজ-থ্রি-র সেন্ট্রাল পার্কে৷ একেতে করোনা তারওপর গোদের ওপর বিষ ফোঁড়ার মতো ফের ভয় ধরাচ্ছে বার্ড ফ্লু৷
সেন্ট্রাল পার্কের কেয়ারটেকার টিঙ্কু চৌধুরি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, "গত এক সপ্তাহে এখানে ২০০ কাক মরেছে৷ পার্ক স্যানিটাইজ করে সাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছে৷ গতকালই পাঁচটি কাকের দেহ পরীক্ষার জন্য জলন্ধরে পাঠানো হয়েছে৷" টিঙ্কু আরও বলছেন যে, শনিবার অর্থাৎ আজই ১৫-১৬টা কাক মারা পড়েছে, দেহ পাঠানো হয়েছে পরীক্ষার জন্য৷
Nearly 200 crows have died here till now.Sanitastion drives are being carried out & we've shut it for visitors. Bodies of five crows were taken away by officials yesterday & they've been sent to Jalandhar for testing: Tinku Choudhury, caretaker,Central Park in Mayur Vihar. #Delhipic.twitter.com/Sru7Nm2NIC
গতকাল দিল্লির সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে, উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নির্দেশে ময়ূর বিহারের সেন্ট্রাল পার্কে কুইক রেসপন্স টিম পাঠানো হয়েছিল৷ ১৭টি মৃত কাকের দেহ মেলে ওখানে৷ তার মধ্যে চারটি কাকের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ বাকি কাকগুলিকে মাটির অনেকটা গভীরে সমাহিত করা হয়েছে৷ শুধু সেন্ট্রাল পার্কেই নয়, দ্বারকার ডিডিএ পার্কেও দু'টি কাকের মৃত্যুর খবর এসেছে৷ পশুপালন বিভাগের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে বলা হয়নি যে, কাকের মৃত্যুর কারণ বার্ড ফ্লু নাকি অন্য কিছু৷