#মধ্যপ্রদেশ: জঙ্গলের নিয়ম তার নিজের রীতিতেই চলে ৷ খাদ্য-খাদক সম্পর্কের উপর গড়ে উঠেছে জঙ্গলের নিয়ম ৷ সেখানে একে অপরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ৷এই ভিডিওটি দেখলে হয়তো শিউরে উঠতে পারে কেউ কেউ ৷ তবে এই ঘটনা জঙ্গল জীবনে খুবই স্বাভাবিক ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, ২টি রয়্যাল বেঙ্গল টাইগার একটি হরিণকে ধাওয়া করেছে ৷ হরিণটি প্রাণ ভয়ে ছুটছে ৷ তবু পিছু ছাড়ছে না বাঘ দু’টি ৷
Tiger never hunts in pscks. But video from Pench shows 2 tigers in hot pursuit of a spotted deer. Can you guess why ? pic.twitter.com/dfJ5lXgm9B
— Susanta Nanda IFS (@susantananda3) December 29, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chase, Deer, Pench National Park, Tigers