#রায়পুর: বজ্রাহত তিন গ্রামবাসীকে গলা অবধি গোরবে ঢেকে সারিয়ে তুলতে চাইলেন গ্রামবাসীরা। কিন্তু স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হল। তিনজনের মধ্যে দু’জনের প্রাণ গেল। অন্ধবিশ্বাসের বলি হলেন ছত্তীসগড়ের দুই বাসিন্দা।
ছত্তীসগড়ের আদিবাসী অধ্যুসিত এলাকা যশপুরে গত রবিবার এই ঘটনা ঘটে। তখন মাঠে কাজ করছিলেন ওই তিনজন। বৃষ্টি আর বজ্রপাত শুরু হলে তিনজন আশ্রয় নেন একটি গাছের তলায়। হঠাৎ সেখানে বাজ পড়ে। তিনজনই তাতে আহত হন।
কিন্তু সেই তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তাঁদের পরিবারের সদস্য ও কয়েকজন গ্রামবাসী তাঁদের গলা পর্যন্ত গোবরে ঢেকে দেন। উল্লেখ্য, এই অঞ্চলে এখনও অন্ধবিশ্বাস রয়েছে যে গোবরে শরীর ঢেকে দিলে অনেক রোগ সেরে যেতে পারে।
স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা দেখে এগিয়ে আসেন অন্য কয়েকজন গ্রামবাসী। তাঁরা সঙ্গে সঙ্গে তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু আহত তিনজনের মধ্যে সুনীল সাই (২২) ও চম্পা রাউত (২০) নামে দু’জনকে হাসপাতাল মৃত বলে ঘোষণা করে। তৃতীয় জন এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chattishgarh