হোম /খবর /দেশ /
হু হু করে বাড়ছে সংক্রমণ, ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি, ধারাভিতে করোনা আক্রান্ত আরও ২

হু হু করে বাড়ছে সংক্রমণ, ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি, ধারাভিতে করোনা আক্রান্ত আরও ২

মহিলার বিদেশে যাওয়া বা বিদেশ থেকে ফেরা কারও সংস্পর্শে আসার সূত্র মেলেনি।

  • Last Updated :
  • Share this:

#মুম্বইঃফের করোনা আক্রান্ত ধারাভির দুই বাসিন্দা। বাড়ছে উদ্বেগ! ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি।

ধারাভিতে এবার করোনা আক্রান্ত হলে ৩০ বছরের এক মহিলা। শনিবার জ্বর এবং কাশি হওয়ায় তিনি কভিড ১৯ পরীক্ষা করান। তাঁর রিপোর্ট পজেটিভ আসে। যদিও  তাঁর বিদেশে যাওয়া বা বিদেশ থেকে ফেরা কারও সংস্পর্শে আসার সূত্র মেলেনি। জানা গিয়েছে, আক্রান্ত এই মহিলা বালিঘানগর এলাকার বাসিন্দা। এলাকার এটাই প্রথম করোনা আক্রান্ত হাওয়ার ঘটনা। জানা গিয়েছে, ধারাভিতের প্রথম ৫৬ বছরের আক্রান্ত যে মহিলার মৃত্যু হয়,  তাঁর সঙ্গে এই মহিলার সাক্ষাতের কোনও যোগসূত্র মেলেনি। স্বাস্থ্য বিভাগ মহিলার সংস্পর্শে কে বা কারা এসেছিলেন তার খোঁজ শুরু করেছে।

অন্যদিকে, এদিনই করোনা আক্রান্ত হন ধারাভিতে বসবাসকারী ৪৮ বছরের এক ব্যক্তি। তিনি মুকুন্দ নগরের  বাসিন্দা। বর্তমানে সিন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। প্রসঙ্গত, এই নিয়ে ধারাভির মোট চারজনের শরীরে করোনার উপস্থিতি মিলল। মৃত্যু হয়েছে একজনের। ইতিমধ্যে আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন, তাঁদের ধারাভির রাজীব গান্ধি স্পোর্টস কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়েছে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Corona positive, Dharavi slum, Mumbai