corona virus btn
corona virus btn
Loading

ভিডিও দেখে বাড়িতেই মদ বানানোর চেষ্টা, শেষ ধাপ বাকি থাকতেই গ্রেফতার করল পুলিশ

ভিডিও দেখে বাড়িতেই মদ বানানোর চেষ্টা, শেষ ধাপ বাকি থাকতেই গ্রেফতার করল পুলিশ
  • Share this:

#নামাক্কাল: সারা দেশ জুড়ে চলছে লকডাউন । করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এটাই সবচেয়ে কার্যকরী পথ, এমনটাই বলছে কেন্দ্র। আর সেই লকডাউনকে ফলপ্রসূ করতে সচেষ্ট পুলিশ প্রসাশন । লকডাউনে খোলা শুধুমাত্র জরুরি পরিষেবা। অনেক রাজ্যেই বন্ধ মদের দোকান। ফলে মুশকিলে পড়েছেন নেশাগ্রস্থ ব্যক্তিরা । মদের দোকান বন্ধ থাকায় পাগলের মত করছেন কেউ, কেউ অবসাদগ্রস্থ হয়ে পড়েছেন, কেউ খাচ্ছেন হোমিওপ্যাথি ওষুধ, কেউ রং, কেউ ঘুমের ওষুধ খেয়ে নিচ্ছেন । এই সমস্ত কাজ করে মারাও যাচ্ছেন অনেকে । এবার মদ বানাতে গিয়ে গ্রেফতার হল দুই যুবক । ঘটনাটি তামিলনাড়ুর নামাক্কাল জেলায় । পুলিশ সূত্রে খবর, ইন্টারনেটের ভিডিও দেখে বাড়িতেই মদ বানানোর চেষ্টা করছিল ওই দুই নেশাখোর যুবক । তবে পদ্ধতি শেষ করার আগেই তাদের পাকড়াও করা হয় ।

First published: April 19, 2020, 1:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर