#নয়াদিল্লি: আরও একবার বড়সড় সন্ত্রাসবাদী হামলা থেকে রক্ষা পেল রাজধানী দিল্লি। সৌজন্যে দিল্লি পুলিশের তৎপরতা। কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত দুই জঙ্গিকে সোমবার রাতে অপারেশন চালিয়ে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তারা বড়সড় হামলার পরিকল্পনা করছিল। সূত্র মারফত খবর পেয়ে অপারশেনের পরিকল্পনা নেয় দিল্লি পুলিশ।
ওই দুই অপরাধীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশের এক আধিকারিক হলেন, জম্মু কাশ্মীরের বাসিন্দা দুই জঙ্গি সারাই কালে অঞ্চলে মিলেনিয়াম পার্কের কাছে আস্তানা গেড়েছিল। তাঁদের কাছে ২টি সেমি অটোমেটিক পিস্তল, দশ রাউন্ড গুলি ছিল। রাত ১০.১৫ মিনিট নাগাদ পুলিশের জালে ধরা দেয় তারা।
ওই দুই জঙ্গির মধ্যে একজনের নাম সানাউল্লাহ মীর। সে বারামুলা অঞ্চলের পালা মহল্লার বাসিন্দা। মাত্র ২২ বছর বয়স তার। অন্যজনের নাম আসরফ খানা। কুপওয়ারার হাটমুল্লা গ্রামের বাসিন্দা সে।
এর আগে অগাস্ট মাসেও বড়সড় জঙ্গিহানা আটকায় দিল্লি পুলিশ। অপরাধীদের ধরার পাশাপাশি ১৫ কেজি আইইডি বিস্ফোরকও উদ্ধার করে দিল্লি পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi