#নয়াদিল্লি: ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৷ সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই মহার্ঘ ভাতা ২ শতাংশ বাড়তে চলেছে ৷ মন্ত্রীসভা বৈঠকেই এই বিষয়ে ঘোষণা করা হবে ৷
হিসেব অনুযায়ী, এই ঘোষণার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকার কর্মচারী ও পেনশন ভোগি মানুষেরা উপকৃত হবে ৷ চলতি বছরের জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই বলবৎ হবে এই নিয়ম ৷
এই বছরই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৬ শতাংশ বৃদ্ধি করে মূল বেতনের ১২৫ শতাংশ করা হয়েছিল এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সেই অংশ মূল বেতনের সঙ্গেই যুক্ত করা হয়েছে। আজ ঘোষিত হওয়া দু’শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ ) গত জুলাই মাস থেকে প্রযোজ্য হবে। এর ফলে এ রাজ্যের কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএ’র ব্যবধান বেড়ে দাঁড়াল ৫৬ শতাংশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।