ভিন রাজ্যে নিগৃহীত হয়েও ফের কাজে যোগ দুই কাশ্মীরি ফল বিক্রেতার

  • Last Updated :
  • Share this:

    #লখনউ: দু'দিন আগেই লখনউয়ের রাস্তায় দুই ফল বিক্রেতাকে যথেচ্ছভাবে মারধর করেছিল এক বিশেষ সংগঠনের সদস্যরা। তাঁদের অপরাধ ? ওই দুই ফল বিক্রেতাই কাশ্মীরের বাসিন্দা। কাশ্মীরে তাঁরা ভারতীয় সেনাকে পাথর ছোড়েন অথচ এখানে এসে পয়সা রোজগার করেন, এই বলে তাঁদের উপর চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। তবে তাঁদের সাহায্যে এগিয়ে এসেছিলেন বেশ কয়েকজন পথচারী । সাহায্য করতে এগিয়ে এসেছিলেন পুলিশও ।

    ঘটনার দু'দিন পর আবারও জীবিকা উপার্জনে ফলের পসরা সাজিয়েছেন ওই দুই বিক্রেতা । তাঁদের স্টলে উপচে পড়ছে ভিড় । তাঁদের সাহায্য করার জন্য স্থানীয় বাসিন্দা ও পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

    পাশাপাশি মুস্তাক আহমেদ জানিয়েছেন কাশ্মীরের পরিস্থিতি নিয়ে তাঁরা নিজেরাই ভয়ে থাকেন,তবে অন্য শহরে এসে জীবিক উপার্জন করতে পেরে খুশি দুজনেই।

    First published:

    Tags: India Pakistan Tensions, Kashmiri Vendor attacked, Lucknow