#বারামুল্লা: সোমবার ফের জঙ্গি হামলায় ক্ষতবিক্ষত হল কাশ্মীর। এদিন জঙ্গি হামলায় শহিদ হলেন পুলিশের এক কর্মী ও দুজন সিআরপিএফ জওয়ান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বারামুল্লা জেলার ক্রেরি এলাকায় নাকা চেকিং চলাকালীন এদিন পুলিশ ওপর হামলা করে জঙ্গিরা। সোমবার সকালে এই ঘটনা ঘটে। নাকা চেকিংয়ের সময়ই হঠাৎ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনাস্থলে সেই গুলির আঘাতে শহিদ হন পুলিশের এক কর্মী। একইভাবে জঙ্গিদের গুলির আঘাতে প্রাণ হারান দুই সিআরপিএফ জওয়ানও।
#Terrorists fired upon joint naka party of Police and CRPF near Kreeri area of #Baramulla. Two CRPF and one JKP #personnel sustained critical gunshot injuries who later on succumbed at hospital and attained #martyrdom. Area cordoned off, search ops on. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 17, 2020
ঘটনার পরে বিশাল সিআরপিএফ বাহিনী গোটা এলাকা ঘিরে নেয়। বারামুল্লা জেলার আরও কোনও সুপ্ত ঘাঁটিতে জঙ্গিদল লুকিয়ে আছে কি না, সেটার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ক্রেরি এলাকায় পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী হামলাকারী জঙ্গিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে। কয়েকদিন আগেই নওগাঁও এলাকার একটি পুলিশ কনভয়ের ওপর হামলা চালায় জঙ্গিরা। সেখানেও জম্মু কাশ্মীর পুলিশের দুই পুলিশকর্মী নিহত হন। শ্রীনগরের বাইরেই এই ঘটনা ঘটায় নতুন করে চাঞ্চল্য ছড়ায়। সেদিনের ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন। দু’জনের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাচলাকালীন। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই হামলার নেপথ্যে হাত রয়েছে জৈশ–ই–মহম্মদ জঙ্গি গোষ্ঠীর। যদিও হামলার দায় স্বীকার তারা করেনি। শুধু পুলিশ কর্মীরা নন, জম্মু কাশ্মীরে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক স্তরের আধিকারিকদের ওপর জঙ্গি হামলার ঘটনাও একের পর এক বেড়েই চলেছে। কয়েকদিন আগেই বদগাঁও জেলায় এক বিজেপি কর্মীর ওপর হামলা চালায় জঙ্গিরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kashmir