• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, পাক সেনার গুলিতে শহিদ ২ ভারতীয় জওয়ান

সীমান্তে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, পাক সেনার গুলিতে শহিদ ২ ভারতীয় জওয়ান

ফের সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ বুধবার জম্মু কাশ্মীরের LOC থেকে একাধিক গ্রাম লক্ষ্য করে গুলি বর্ষণ ও মর্টার বোম ছুঁড়তে থাকে পাক সেনা ৷

ফের সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ বুধবার জম্মু কাশ্মীরের LOC থেকে একাধিক গ্রাম লক্ষ্য করে গুলি বর্ষণ ও মর্টার বোম ছুঁড়তে থাকে পাক সেনা ৷

ফের সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ বুধবার জম্মু কাশ্মীরের LOC থেকে একাধিক গ্রাম লক্ষ্য করে গুলি বর্ষণ ও মর্টার বোম ছুঁড়তে থাকে পাক সেনা ৷

 • Share this:

  #নয়াদিল্লি: ফের সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ বুধবার জম্মু কাশ্মীরের LOC থেকে একাধিক গ্রাম লক্ষ্য করে গুলি বর্ষণ ও মর্টার বোম ছুঁড়তে থাকে পাক সেনা ৷ হামলায় শহিদ হয়ছেন ২ ভারতীয় জওয়ান ৷ তিনজন সাধারণ বাসিন্দা-সহ আহত হয়েছে ৬ জন ৷

  পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে গুরেজ সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় তারা ৷ কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল হয়ে গিয়েছে ৷ সেনার তরফে জানানো হয়েছে, এক অনুপ্রবেশকারীকে খতম করা হয়েছে ৷

  গত দু’দিনে পাকিস্তান সীমান্তের বিভিন্ন গ্রামে শেল নিক্ষেপ করে চলেছে ৷ এতে প্রায় ৮,০০০ সাধারণ মানুষের উপর প্রভাব পড়েছে ৷ প্রায় ৩,৩৬১ মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে ক্যাম্পে রাখা হয়েছে ৷

  এই মাসে প্রায় ১২ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা, যার জেরে ৬ জওয়ান -সহ ৯ জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছে ১৮ জন ৷

  কুপওয়াড়া, রাজৌরি ও পুঞ্চ জেলার বিভিন্ন জেলায় হামলা চালিয়েছে তারা ৷ তবে তার পাল্ট জবাব দিয়েছে ভারতীয় সেনাও ৷

  রাজৌরি জেলায় মোটর শেলিংয়ের জন্য শতাধিক পড়ুয়ারা জীবন ঝুঁকির মুখে ৷ ২৫০ জনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ ৷ তাদের মধ্যে ২১৭ জন পড়ুয়া ৷ এরা সকলে তিনটি স্কুলে আটকে ছিল প্রায় দীর্ঘ ছ’ঘণ্টার জন্য ৷ বুলেটপ্রুফ গাড়িতে তাদের উদ্ধার করা হয়েছে ৷

  First published: