• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • আচমকাই শিং গজিয়ে উঠল পেনিসের পাশে !

আচমকাই শিং গজিয়ে উঠল পেনিসের পাশে !

Representational Image

Representational Image

 • Share this:

  #লখনউ: যৌনাঙ্গ যে কোনও মানুষের শরীরে মধ্যে সবচেয়ে স্পর্শকাতর জায়গা ৷ এই জায়গায় সামান্যতম আঘাত যে কাউকে গুরুতর অসহায় অবস্থায় ফেলতে পারে ৷ সম্প্রতি লখনউয়ের এক ব্যক্তি এরকম একটি অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখিন হয়েছে ৷ ৬০ বছরের ওই ব্যক্তি সম্প্রতি তার গোপনাঙ্গে অস্ত্রোপচার করিয়েছিলেন ৷ এরপর তার সঙ্গে যা ঘটল তা দেখে তিনিও হতবাক ৷ সার্জারির পর আচমকাই শিং গজিয়ে উঠল পেনিসের পাশে ৷ কীভাবে তা সম্ভব তা নিয়ে ওই ব্যক্তিও হতবাক ৷

  আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা, উৎপত্তিস্থল অসম

  জানা গিয়েছে, মূত্রনালীতে অস্ত্রোপচার করান তিনি ৷ এর কয়েকদিন পর থেকেই সমস্যায় পড়েন তিনি ৷ পেনিসের নীচ থেকে শিঙের মতো একটি অংশ বের হয় ৷ চিকিৎসকের কাছে দেখালে সেটি অস্ত্রোপচার করে সেটি সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয় ৷ অস্ত্রোপচার করে সেটা রিমুভ করা হলেও ফের ফিরে আসে ৷ এবং আগের বারের থেকে সাইজে বড় ৷ চিকিৎসকেরা জানায় ওই অংশের রঙ হলুদ ও বাদামি ৷ সেটি আবার অস্ত্রোপচার করে রিমুভ করা হয় ৷ এবং বায়োপসি করে দেখা হয় ক্যানসারের কোনও সম্ভাবনা রয়েছে কিনা ৷ রিপোর্টে জানা যায় ক্যানসারের কোনও সম্ভাবনা নেই ৷ কেরাটিন বেশি মাত্রায় থাকলে শরীরের বিভিন্ন অংশে এরকম গ্রোথ দেখা যায় ৷

  আরও পড়ুন: রেহাই নেই, আরও ২ দিন বৃষ্টিতে ভাসবে উত্তর ও দক্ষিণবঙ্গ

  First published: