Lok Sabha Election 2019 : নজিরবিহীন ঘটনা ! নিজামাবাদ আসন থেকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে ১৮৪ জন প্রার্থী

Lok Sabha Election 2019 : নজিরবিহীন ঘটনা ! নিজামাবাদ আসন থেকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে ১৮৪ জন প্রার্থী
কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কল্বকুন্তলা কবিতা ৷ ফাইল ছবি ৷
  • Share this:

#হায়দরাবাদ: ইভিএমের সাহায্যে ভোটগ্রহণ শুরু হওয়ার পরে এই প্রথমবার যখন ভোটিগ্রহণ ইভিএমের বদলে ব্যালট পেপারে হবে ৷ এমন বিরল ঘটনাটি ঘটতে চলেছে তেলঙ্গানার নিজামাবাদে ৷ নিজামাবাদ লোকসভা আসনে এই বার প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৮৫ জন প্রার্থী ৷ আগামী মাসের ১১ তারিখ অর্থাৎ ১১ এপ্রিল ২০১৯ তেলেঙ্গানায় নির্বাচন ৷ এই আসনে বেশির প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বেশিরভাগই কৃষিজীবী মানুষ ৷

কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কল্বকুন্তলা কবিতা ৷ ফাইল ছবি ৷ কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কল্বকুন্তলা কবিতা ৷ ফাইল ছবি ৷

নিজামাবাদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কল্বকুন্তলা কবিতা তিনি বর্তমান নিজামাবাদ আসন থেকে নির্বাচিত সাংসদ ৷ ১৮৫ জন প্রার্থীর মধ্যে ১৭৮ জন কৃষক ৷ বেশিরভাগই হলুদ ও লাল জোয়ার চাষ করে থাকেন ৷

একটি EVM এ সর্বাধিক ৬৪ জন প্রার্থীদের হয়ে ভোট দিতে পারবেন ৷ সেই কারণেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে হবে ৷ ১৯৯৬ সালে তামিলনাড়ুর একটি বিধানসভা আসনে (মোডাকরুচি) ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছিল মোট ১,০৩৩ প্রার্থী ছিলেন ভোটের ময়দানে ৷

সব মিলিয়ে জমজমাট এবারের ভোটের ময়দান ৷ আগামী ১১ এপ্রিল তেলঙ্গানায় নির্বাচন হতে চলেছে ৷ এক দফাতেই ভোটগ্রহণ করা হবে ৷ ১৭টি আসনে মোট ৪৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ মেডক আসনে মাত্র ১০ জনপ্রার্থী ভোটে লড়বেন ৷

আরও পড়ুন : Lok Sabha Election 2019 : মুম্বই উত্তর আসন থেকে লড়বেন কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতণ্ডকর

First published: March 29, 2019, 4:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर