#হায়দরাবাদ: ইভিএমের সাহায্যে ভোটগ্রহণ শুরু হওয়ার পরে এই প্রথমবার যখন ভোটিগ্রহণ ইভিএমের বদলে ব্যালট পেপারে হবে ৷ এমন বিরল ঘটনাটি ঘটতে চলেছে তেলঙ্গানার নিজামাবাদে ৷ নিজামাবাদ লোকসভা আসনে এই বার প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৮৫ জন প্রার্থী ৷ আগামী মাসের ১১ তারিখ অর্থাৎ ১১ এপ্রিল ২০১৯ তেলেঙ্গানায় নির্বাচন ৷ এই আসনে বেশির প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বেশিরভাগই কৃষিজীবী মানুষ ৷
নিজামাবাদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কল্বকুন্তলা কবিতা তিনি বর্তমান নিজামাবাদ আসন থেকে নির্বাচিত সাংসদ ৷ ১৮৫ জন প্রার্থীর মধ্যে ১৭৮ জন কৃষক ৷ বেশিরভাগই হলুদ ও লাল জোয়ার চাষ করে থাকেন ৷
একটি EVM এ সর্বাধিক ৬৪ জন প্রার্থীদের হয়ে ভোট দিতে পারবেন ৷ সেই কারণেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে হবে ৷ ১৯৯৬ সালে তামিলনাড়ুর একটি বিধানসভা আসনে (মোডাকরুচি) ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছিল মোট ১,০৩৩ প্রার্থী ছিলেন ভোটের ময়দানে ৷
সব মিলিয়ে জমজমাট এবারের ভোটের ময়দান ৷ আগামী ১১ এপ্রিল তেলঙ্গানায় নির্বাচন হতে চলেছে ৷ এক দফাতেই ভোটগ্রহণ করা হবে ৷ ১৭টি আসনে মোট ৪৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ মেডক আসনে মাত্র ১০ জনপ্রার্থী ভোটে লড়বেন ৷
আরও পড়ুন : Lok Sabha Election 2019 : মুম্বই উত্তর আসন থেকে লড়বেন কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতণ্ডকর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Lok Sabha elections 2019, Nizamabad, Telangana, হায়দরাবাদ