#ওড়িশা: নিরাপত্তারক্ষী-মাওবাদী সংঘর্ষ নিহত ২১ জন মাওবাদী ৷ ওড়িশার মালকানগিরির ঘটনা ৷ সংঘর্ষে জখম ২ নিরাপত্তারক্ষী ৷ সোমবার ভোররাতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বর্ডারের মালকানগিরি এলাকায় গুলির লড়াইটি হয়। ওড়িশার মালকানগিরি এলাকাটি মাওবাদী অধ্যূষিত এলাকা বলে পরিচিত । মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা ঘটনায় নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷
অন্ধ্রপ্রদেশে পুলিশের গ্রে হাইন্ড কমান্ডোস মাওবাদী ক্যাম্পে হামলা চালায় ৷ সেখানে মাওবাদীদের বৈঠকের জন্য উপস্থিত ছিল প্রায় ৫০ থেকে ৬০ জন মাওবাদী ৷ এই সভা সম্বন্ধে পুলিশের কাছে আগে থেকে গোপন সূত্রে খবর ছিল ৷
চারটি AK47 রাইফেলস, তিনটি SLR ও বেশকয়েকটি বন্ধুক ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ ৷