• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • উত্তরপ্রদেশে ব্যপক ঝড়-বৃষ্টি, মৃত বেড়ে ১৮, আহত ২৮

উত্তরপ্রদেশে ব্যপক ঝড়-বৃষ্টি, মৃত বেড়ে ১৮, আহত ২৮

Representational photo. (PTI Photo)

Representational photo. (PTI Photo)

রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টিতে মৃত্যু হল অন্তত ১৮ জনের ৷ আহতের সংখ্যা বেড়ে ২৮ ৷ রবিবার উত্তরপ্রদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টি হয় ৷ পশ্চিমবঙ্গেও হয় ঝড়-বৃষ্টি ৷ গতকালের ঝড়ে রাজ্যজুড়ে মারা গিয়েছেন এগারো জন ৷

 • Share this:

  #লক্ষৌ: রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টিতে মৃত্যু হল অন্তত ১৮ জনের ৷ আহতের সংখ্যা বেড়ে ২৮ ৷ রবিবার উত্তরপ্রদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টি হয় ৷ পশ্চিমবঙ্গেও হয় ঝড়-বৃষ্টি ৷ গতকালের ঝড়ে রাজ্যজুড়ে মারা গিয়েছেন এগারো জন ৷ উত্তরপ্রদেশের কাসগঞ্জ এলাকায় মারা গিয়েছেন পাঁচ জন ৷ বুলন্দশহরে মৃত্যু হয়েছে তিন জনের ৷ গাজিয়াবাদ এবং শাহরানপুরে ঝড়-বৃষ্টিতে মারা গিয়েছেন দু’জন করে ৷ এছাড়াও এটা, আলিগড়, কন্নুজ, হাপুর, নয়ডা এবং সম্বলে মারা গিয়েছেন এক জন করে ৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭টি বাড়ি ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্যোগ আক্রান্ত পরিবারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েচেন তিনি ৷

  আরও পড়ুন: আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

  গতকাল বিকেলেই আবহাওা দফতর ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছিল রাজ্যজুড়ে ৷ ৭০ কিলো মিটার বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা দিয়েছিল হাওয়া অফিস ৷ বাদাউন, বরেলি, সীতপুর, হারদই, লক্ষৌ, শাহজাহানপুর, মীরজাপুর, রায়বেরেলি, সুলতানপুর, ফৈজাবাদ, বারাবাঁকি, জানপুর, এলাহাবাদে ছিল ঝড়-বৃষ্টি পূর্বাভাস ৷ কিছুদিন আগেই প্রবল ঝড়-বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গনা, পঞ্জাব ৷ মারা গিয়েছিলেন ১৩৪ জন ৷ আহতের সংখ্যা ছল চার শতাধিক ৷ এরমধ্যে উত্তরপ্রদেসেই মাা গয়েছিলেন ৮০জন ৷

  First published: