Home /News /national /
‘তোমার জন্য বাবা’ সাইকেলের পিছনে বসিয়ে ১২০০ কিলোমিটার পাড়ি জ্যোতি-র, এবার পাবেন পুরস্কার

‘তোমার জন্য বাবা’ সাইকেলের পিছনে বসিয়ে ১২০০ কিলোমিটার পাড়ি জ্যোতি-র, এবার পাবেন পুরস্কার

Photo- News 18

Photo- News 18

কুর্নিশ তোমায় কন্যা- এটাই বলছে বিশ্ব

  • Last Updated :
  • Share this:

#মজফরপুর: নিজের বাবাকে সাইকেলের পিছনে বসিয়ে গুরুগ্রাম থেকে দ্বারভাঙা পাড়ি দিয়েছিলেন ১৫ বছরের জ্যোতি ৷ তার এই স্পিরিটকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় মেতেছিলেন আমেরিকার প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ৷ তারপর থেকেই সারা দেশ এই ললনাকে চোখের তারা করেছে ৷ হরিয়ানার গুরুগ্রাম থেকে বিহারের দ্বারভাঙা ১২০০ কিলোমিটারের লম্বা পথ ৷ এবার ছোট এই মেয়েকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হল ৷ তিনি পাবেন অবোধ দেবী বাল প্রতিভা পুরস্কার ৷

সমাজবাগী নেতা ও জৈবিক খেতি অভিযানের প্রতিষ্ঠাতা ক্রান্তি প্রকাশ বলেছেন, ‘ও সাহসী আর অবিশ্বাস্য কাজ করেছে ৷ তাই এবার জ্যোতি অবোধ দেবী বাল প্রতিভা পুরস্কার পাবে ৷ ’তিনি আরও বলেন , ‘এই পুরস্কার দেবেন অ্যাপেলো হাসপাতালের প্রাক্তন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর সত্যপ্রকাশ এই পুরস্কার দেবেন ৷ এর সাহায্যে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে ৷ ’ প্রতি বছরই মজফরপুরে এই পুরস্কার দেওয়া হয় ৷

আরও পড়ুন - বেলুড়ের এ কী হাল, মঠ প্রাঙ্গনে পড়ে রইল ইতিহাস বিজড়িত বহু গাছ, শোকস্তব্ধ মহারাজরা

এছাড়াও জ্যোতি পেয়েছেন ভারতীয় সাইক্লিং ফেডারেশনের প্রস্তাবও ৷ জ্যোতি যে স্পিরিটে এই দীর্ঘ পথ নিজের বাবাকে সাইকেলের পিছনে বসিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গ্রামের বাড়িতে ফিরিছেন তাতে সাইক্লিং ফেডারেশন অভিভূত ৷ এই সংস্থা জ্যোতিকে সামনের মাসে দিল্লিতে ট্রায়ালের জন্য ডেকে পাঠিয়েছেন৷ ফেডারেশনের চেয়ারম্যান ওঙ্কার সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন যদি অষ্টম শ্রেণীর ছাত্রী ট্রায়াল পাস করে যায় তাহলে আইজিআই স্পোর্টস কমপ্লেক্সে স্টেট অফ দ্য আর্ট ন্যাশানাল সাইক্লিং অ্যাকাডেমিতে ট্রেনিং নিতে পারবেন ৷ এই অ্যাকাডেমি সাইয়ের অধীনস্থ ৷

Published by:Debalina Datta
First published: