corona virus btn
corona virus btn
Loading

ভয়াবহ বৃষ্টি! পুনেতে পাঁচিল চাপা পড়ে মৃত কমপক্ষে ১৫

ভয়াবহ বৃষ্টি! পুনেতে পাঁচিল চাপা পড়ে মৃত কমপক্ষে ১৫
ছবি সৌজন্য: ANI

জানা গিয়েছে, একটি হাউজিং কমপ্লেক্সের সীমানা পাঁচিল ভেঙে পড়েছে৷ ওই হাউজিং কমপ্লেক্স লাগোয়া একটি বস্তি রয়েছে৷ সেই বস্তিতেই পাঁচিলটি ভেঙে পড়ে৷ পাঁচিল লাগোয়া বস্তিগুলির উপর ভেঙে পড়ায় বহু মানুষ চাপা পড়ে যায়৷

  • Share this:

#পুনে: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল পুনে৷ প্রবল বৃষ্টিতে পাঁচিল ভেঙে ১৫ জনের মৃত্যু হল৷ মৃতদের মধ্যে ৪ শিশু ও একজন মহিলা রয়েছেন৷ পুনের কুন্ধওয়া এলাকায় পাঁচিলের ধ্বংসস্তূপে অনেক চাপা পড়ে আটকে গিয়েছে একাধিক গাড়ি৷

জানা গিয়েছে, একটি হাউজিং কমপ্লেক্সের সীমানা পাঁচিল ভেঙে পড়েছে৷ ওই হাউজিং কমপ্লেক্স লাগোয়া একটি বস্তি রয়েছে৷ সেই বস্তিতেই পাঁচিলটি ভেঙে পড়ে৷ পাঁচিল লাগোয়া বস্তিগুলির উপর ভেঙে পড়ায় বহু মানুষ চাপা পড়ে যায়৷ ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে দিয়েছে৷ আরও মানুষ ওই বিশাল পাঁচিলের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে পুনেতে৷ শুক্রবার তা ভয়াবহ আকার নেয়৷ গত ২৪ ঘণ্টায় পুনেতে ৭৩.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ ২০১০ সালের পর থেকে জুন মাসে এত বৃষ্টি পুনেতে এই প্রথম৷

এই একই রকমের একটি দুর্ঘটনায় শুক্রবার মহারাষ্ট্রে ৮ জনের মৃত্যু হয়েছে৷ মুম্বইয়ে বর্ষার প্রথম দফার বৃষ্টি শুরু হতেই ৮ জন প্রাণ হারালেন৷

First published: June 29, 2019, 8:33 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर