Home /News /national /
উত্তরাখণ্ড বিপর্যয়: উদ্ধার ১৪ জনের দেহ, মৃতের সংখ্যা কততে পৌঁছতে পারে তা এখনও অধরা

উত্তরাখণ্ড বিপর্যয়: উদ্ধার ১৪ জনের দেহ, মৃতের সংখ্যা কততে পৌঁছতে পারে তা এখনও অধরা

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই ঘটনায় মৃতের পরিবারের প্রতি ৪লক্ষ টাকা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশের কয়েকটি দল, আইটিবিপি, সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জোর কদমে উদ্ধারকার্য চালাচ্ছে বিধ্বস্ত এলাকাগুলিতে।

আরও পড়ুন...
 • Share this:

   #দেহরাদুন: চামোলি হিমবাহে ফাটল ও ধস নামায় উত্তরকাখণ্ডের অবস্থা ভয়াবহ। ফিরে এসেছে ৮ বছর আগের স্মৃতি। এখনও পর্যন্ত ১৭০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা যাচ্ছে। রবিবার রাত পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এই প্রবল প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যাটা ঠিক কততে পৌঁছবে তা এখনও কেউই বলতে পারছেন না।

  হিমবাহে ফাটল ধরার ফলে পাহাড়ের তলদেশের বাড়ি ও বসতি প্রায় ভেসে গিয়েছে। আইটিবিপি-র এক মুখপাত্র বলেছেন, রেনি গ্রামের কাছে একটি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কয়েকটি সীমান্ত পোস্টও ভেসে গিয়েছেয যেগুলি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল বলেও জানিয়েছেন তিনি।

  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই ঘটনায় মৃতের পরিবারের প্রতি ৪লক্ষ টাকা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশের কয়েকটি দল, আইটিবিপি, সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জোর কদমে উদ্ধারকার্য চালাচ্ছে বিধ্বস্ত এলাকাগুলিতে।

  এয়ারলিফ্টের ব্যবস্থার জন্য সেনার তিনটি হেলিকপ্টার কাজ করছে সেখানে৷ দুটি এমআই ১৭এস ও একটি ধ্রুব ওঠা-নামা করছে৷ প্রয়োজনে আরও হেলিকপ্টার কাজে লাগাবে ভারতীয় সেনা৷ বন্যা বিধ্বস্ত এলাকায় দেশের ৬০০ সেনা উদ্ধারকার্যে রয়েছেন৷

  Published by:Swaralipi Dasgupta
  First published:

  Tags: Uttarakhand

  পরবর্তী খবর