#কর্নাটক : রেভ পার্টিতে তল্লাশি চালিয়ে কর্নাটকে(Karnataka) যুবক, যুবতী মিলিয়ে ১৩০ জনকে আটক করল হাসান পুলিশ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের আলুরু এলাকায়৷ জানা গিয়েছে ধৃত যুবক-যুবতীদের সঙ্গে বিভিন্ন ধরণের নিষিদ্ধ মাদকও (Drugs) আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কমপক্ষে ২০টি গাড়ি ও ৫০টিরও বেশি বাইক।
আলুরুর পুলিশ সুপার শ্রীনিবাস গওদা জানিয়েছেন, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে আলুরু এলাকায় 'রেভ' পার্টির আয়োজন করা হয়েছে ৷ বিভিন্ন এলাকা থেকে প্রচুর অল্প বয়সি ছেলে-মেয়ে সেখানে জড়ো হয়েছেন৷ খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। আটক করা হয় ওই ছেলেমেয়েদের।
শ্রীনিবাস আরও জানিয়েছেন, একটি ব্য়ক্তিগত বাগান বাড়িতে রেভ পার্টি (Rave Party) আয়োজন করা হয়েছিল৷ বেশ কয়েক ধরনের নিষিদ্ধ মাদক দ্রব্য় মজুত করা হয়েছিল সেখানে ৷ নাইট কার্ফু শুরু হওয়ায় বেঙ্গালুরু সহ বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতিরা সন্ধের আগেই সেখানে পৌঁছে যান৷ কিন্তু পুলিশ পৌঁছে যাওয়ায় পুরো প্ল্য়ান ভেস্তে যায়৷ বেশ কয়েকটি প্রাইভেট গাড়ি সহ প্রচুর বাইকও ছিল৷ সবগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে৷ জানা গিয়েছে বেঙ্গালুরু, ম্যাঙ্গালুরু এমনকি গোয়া ও অন্যান্য বেশ কিছু শহর থেকেই ছেলে মেয়েরা জড়ো হয়েছিল এখানে। ব্যাঙ্গালুরুতে নাইট কার্ফু থাকায় অনেকেই তাঁদের গাড়িতে 'এমার্জেন্সি ডিউটি' স্টিকার ও ব্যবহার করেছিল এই পার্টিতে পৌঁছতে। এমনটাই জানিয়েছে পুলিশ।
আলুরু তালুকের ইদুরু এলাকার জনৈক গগন নামের ব্যক্তির হোমস্টে-তে এই পার্টির আয়োজন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। প্রথমে ঘটনাস্থল থেকে চম্পট দিলেও পরে ওই বাগান বাড়িটির মালিক ও পার্টি অর্গানাইজারকেও আটক করে পুলিশ৷ আটক ছেলে-মেয়েদের সকলকে আপাতত আলুরুর বীরাশাইবা কল্য়াণ মণ্ডপে রাখা হয়েছে ৷ তাঁরা মাদক সেবন করেছেন কিনা নিশ্চিত করতে সকলেরই রক্ত পরীক্ষা করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drugs and liquor, Karnataka