#লখিমপুর: আর কবে এই অসুখ সারবে দেশের ? স্বাধীনতা দিবসের দিনেও চিত্রটা বদলালো না এক চিলতে । ছোট্ট শিশুকে ধর্ষণ, অমানষিক অত্যাচার আর তারপর খুন । এ বারের ঘটনা উত্তরপ্রদেশের লখিমপুরে ।গতকাল অর্থাৎ শনিবার ১৩ বছরের ওই নাবালিকার দেহ মেলে একটি আখের ক্ষেতে । পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করে জমিতে ফেলে পালিয়েছিল অভিযুক্তরা । ওই শিশু কন্যার গ্রাম থেকেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
ধর্ষিতা নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়েটি শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল । তার পরিবারের লোকেরা গোটা গ্রাম তন্নতন্ন করে খোঁজেন । কিন্তু খুঁজে পাওয়া যায়নি তাকে । এরপর শনিবার সকালে আখের ক্ষেতে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান পরিবারের লোকজন । মেয়েটির বাবা পুলিশ’কে জানিয়েছেন, তাঁর মেয়ের চোখ দু’টি খুবলে নেওয়া হয়েছিল। জিভ কেটে নেওয়া হয় । এতটাই নির্মম অত্যাচার করা হয়েছে তাকে । তারপর গলায় ওড়নার ফাঁস আটকে মারা হয় শিশুটিকে ।
এই ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশের বিরোধী দলগুলি এক জোটে ঘটনার তীব্র প্রতিবাদ শুরু করেছে । প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী ট্যুইটারে লেখেন, ‘‘এই ঘটনা চরম লজ্জাজনক । সমাজবাদী পার্টির সরকার আর বিজেপি সরকারের মধ্যে তাহলে কী পার্থক্য থাকল, যদি সেই একই ঘটনা ঘটতেই থাকে ।’’
প্রসঙ্গত গত সপ্তাহেই আরও একটি নাবালিকা ধর্ষণের সাক্ষী থেকেছে উত্তরপ্রদেশ । হাপুরে ৬ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল অভিযুক্ত । এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছে একরত্তি । শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rape, Uttar Pradesh