Home /News /national /
Pitbull Attacks Young Boy: মারাত্মক ঘটনা পঞ্জাবে, কুকুরে কামড়ে ছিড়ে নিল শিশুর কান, হাসপাতালে চলছে চিকিৎসা

Pitbull Attacks Young Boy: মারাত্মক ঘটনা পঞ্জাবে, কুকুরে কামড়ে ছিড়ে নিল শিশুর কান, হাসপাতালে চলছে চিকিৎসা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Pitbull Attacks Young Boy:বাবা অনেক কষ্টে শিশুটির জীবন রক্ষা করেন। ঘটনাটি ঘটেছে গুরুদাসপুরের কোটলি ভান সিং গ্রামে।

 • Share this:

  #কলকাতা: ভয়ানক ঘটনা! কুকুরে কামড়ে, ছিড়ে নিল কান, মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি ১৩ বছরের এক বালক। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের গুরদাসপুর এলাকায়। শিশুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, যখন ওই পিটবুল প্রজাতির কুকুরটি আক্রমণ করে, তখন তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবা। অনেক কষ্টে তিনি শিশুটির জীবন রক্ষা করেন। ঘটনাটি ঘটেছে গুরুদাসপুরের কোটলি ভান সিং গ্রামে।

  পরিবারের তরফে জানানো হয়েছে, বাবা ও ছেলে দু’চাকার গাড়িতে বাড়ি ফিরছিলেন, এমন সময় তার মালিকের সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা পিটবুল কুকুরটি ছেলেটিকে দেখে ঘেউ ঘেউ শুরু করে। মালিক ভুলবশত কুকুরের দড়িটি ফেলে দেন, যার ফলে পিটবুলটি ছেলেটিকে আক্রমণ করে।

  আরও পড়ুন: আজ দুপুরেই ব্যাপক বদলাবে আবহাওয়া, জেলায় জেলায় কাঁপিয়ে বৃষ্টির সতর্কতা

  আরও পড়ুন: 'আপনার ভোট চাই না', মুখের উপর স্পষ্ট কথা বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর, গুপ্তিপাড়া তোলপাড় 

  এর পর মালিক কুকুরটিকে নিয়ন্ত্রণে নিয়ে বাড়িতে চলে যান বলে পরিবার জানিয়েছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য বটতলার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সম্প্রতি লখনউয়ে এমনই একটি প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা য়ায, ৮২ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে আক্রমণ করে তাঁরই ছেলের পোষ্য কুকুর। সেটিও প্রজাতিতে পিটবুল। কুকুরের আক্রমণে তাঁর মৃত্যু হয়।

  Published by:Uddalak B
  First published:

  Tags: Dogs

  পরবর্তী খবর