#হৃষিকেশ: করোনার জেরে প্রায় স্তব্ধ গোটা বিশ্ব, গোটা দেশ৷ লকডাউনের জেরে ঘরবন্দি দেশের বেশিরভাগ মানুষ ৷ বন্ধ দোকানপাট, ফাঁকা রাস্তাঘাট ৷ এই লকডাউনে আটকে পরে কোথা থেকে খাবার খুঁজে পাচ্ছেন গরীব মানুষেরা?
এই প্রশ্নটাই কয়েকদিন ধরে ঘোরা ফেরা করছিল ১১ বছরের ছোট্ট আলিয়ার মনে ৷ ভেবেই পাচ্ছিল না, কী উপায়ে গরীবদের খাবার বন্দোবস্ত করা যায় ৷ ঠিক এই সময়ই নজরে পড়ল তাঁর ছোট্ট পিগি ব্যাঙ্ক ৷ যেখানে বাবার থেকে খুচরো পয়সা নিয়ে টাকা জমাতে আলিয়া ৷ মাথায় এল বুদ্ধি ৷ হাতে পিগি ব্যাঙ্ক ও বাবাকে সঙ্গে নিয়ে আলিয়া পৌঁছে গেল স্থানীয় থানায় ৷ পিগি ব্যাঙ্ক তুলে দিল পুলিশের হাতে ৷
পুলিশকর্তাদের কথা অনুযায়ী, ছোট্ট আলিয়ার একটাই দাবি, পিগি ব্যাঙ্ক ভেঙে যা টাকা পাওয়া যাবে তা দিয়ে যেন গরীবদের জন্য খাবার কেনা হয় ৷ ছোট্ট আলিয়ার এরকম কাজ দেখে আপ্লুত পুলিশরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Hungry, Lock Down, Piggy