#আহমেদাবাদ: ১১ বছরের খুদে গোটা পরিবারকে বাঁচাল করোনার আক্রমণ থেকে ! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে! ১১ বছরের পঙ্কজ মা ও ভাইয়ের সঙ্গে আহমেদাবাদে মামার বাড়ি গিয়েছিল। লকডাউন শুরু হয়ে যাওয়াতে সেখানেই থেকে যায়। লকডাউন খানিক শিথিল হতে তাঁরা উত্তরপ্রদেশে ফিরে আসেন। নিয়ম মেনে 'হোটেল অ্যাম্বিয়েন্স' নামে শহরের একটি হোটেলে তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়।
ছোট্টটি হলে কি হবে! করোনা ভাইরাস সম্পর্কে যথেষ্ট সচেতন ১১ বছরের পঙ্কজ! আহমেদাবাদ থেকে ফেরার পরের দিনও করোনা পরীক্ষার জন্য তার লালারসের নমুমা সংগ্রহ না করা হলে সে বেজায় চটে যায়! ছাদ থেকে লাফ দেওয়ার ধমকিও দেয়! পরিস্থিতি সামলাতে কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছায় পুলিশ। পঙ্কজ, তার মা ও ভাইয়ের লালারস নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়! পরীক্ষায় দেখা যায় পঙ্কজ করোনা পজেটিভ! একপ্রকারে দেখতে গেলে পঙ্কজই তার গোটা পরিবারকে করোনার হাত থেকে বাঁচাল! সে যদি করোনা পরীক্ষার জন্য এত জোড়াজুড়ি না করত, তা হলে হয়তো তার থেকে তার পরিবারের সদস্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ত!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Up corona virus