Home /News /national /
বয়স ১১, ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পড়িয়ে তাক লাগাল খুদে শিক্ষক

বয়স ১১, ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পড়িয়ে তাক লাগাল খুদে শিক্ষক

 • Share this:

  #হায়দরাবাদ: মোটে ১১ ৷ ক্লাস সেভেনে পড়ে মহম্মদ হাসান আলি ৷ কিন্তু তাতে কি ? এই বয়সেই জ্ঞান-বুদ্ধিতে একহাত নিতে পারে আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ৷ আর শুধু কথাতেই নয়, নিচ্ছেনও তাই ৷ নিজের পড়াশুনোর মাঝে সময় বার করে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের দিব্য বুঝিয়ে দিচ্ছেন ডিজাইনিংয়ের খুঁটিনাটি !

  ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, তেলেঙ্গানার বাসিন্দা মহম্মদ আলি বেশ কয়েক বছর ধরেই এই কাজটি করে চলেছেন ৷ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ডিজাইনিং ও ড্রাফ্টিং বিষয়ে শুধু পড়াচ্ছেন না, ছাত্রদের কাছে একেবারে জলভাত করে দিচ্ছেন হেসেখেলে !

  সংবাদমাধ্যমকে আলি জানিয়েছেন, ‘আমি ইন্টারনেটে অনেক ভিডিও দেখেছি। সেই ভিডিওতেই দেখেছি, ভারতীয়রা বিদেশে পড়াশোনার পরে ফাঁকা সময়ে বিভিন্ন রকম চাকরি করে। আর এই ভিডিও গুলিই আমাকে আরও ভাবাতে শুরু করে ৷ আমার মনে হয়, আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিগত ও কথা বলার দক্ষতার একটা অভাব রয়েছে। যদিও আগে আমার পছন্দের বিষয় ছিল ডিজাইনিং। কিন্তু আমি এখন এই বিষয় নিয়ে পড়ানো শুরু করেছি।’

  First published:

  Tags: Boy, Engineering Students, Telangana

  পরবর্তী খবর