#শ্রীনগর: জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার আগেই উপত্যকার প্রশাসনে শুরু হল সাফাই অভিযান৷ এ দিনই জম্মু কাশ্মীর সরকারের মোট ১১ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে৷ এঁদের মধ্যে রয়েছেন সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সইদ সালাউদ্দিনের দুই ছেলেও৷ দেশবিরোধী এবং সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন অভিযোগেই এই এগারোজনকে বরখাস্ত করা হয়েছে৷
সংবিধানের ৩১১ নম্বর ধারার অধীনে জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি কমিটি তাঁদের দ্বিতীয় এবং চতুর্থ বৈঠকে এই এগারোজনকে বরখাস্ত করার সুপারিশ করেছিল৷
জম্মু কাশ্মীর প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, 'যে সরকারি কর্মীদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলির যোগাযোগ রয়েছে এবং যাদের বিরুদ্ধে এই সংগঠনগুলিকে গোপন খবর দিয়ে এবং অন্যান্য ভাবে সাহায্য করার অভিযোগ রয়েছে, তাদের একটি তালিকা আমরা তৈরি করছিলাম৷ প্রথম যে তালিকা তৈরি হয়েছে, সেটা অত্যন্ত সামান্যই৷ এই তালিকা আরও দীর্ঘ হবে৷'
সরকারি প্রশাসনে থেকেও যারা দেশবিরোধী শক্তিগুলিকে সাহায্য করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য এ বছরের শুরুতেই জম্মু কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা সুপারিশ করেছিলেন৷ জম্মু কাশ্মীরের ইন্টেলিজেন্স চিফ ডিরেক্টর (সিআইডি) আর আর সোেয়ইনও এ বিষয়ে কড়া অবস্থান নেন৷ জম্মু কাশ্মীর সরকারের শীর্ষ আধিকারিকরা জানাচ্ছেন, বেশ কয়েকজন সরকারি কর্মী সোশ্যাল মিডিয়াতেও দেশ বিরোধী প্রচার বা কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu And Kashmir