#চেন্নাই: ভয়াবহ আগুনে ভস্মিভূত তামিলনাড়ুর বিরুধুনগরে বাজি কারখানা ৷ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা ১৪ ৷ আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
জানা গিয়েছে, আতসবাজির জন্য যখন কিছু রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছিল তখনই ঘটনাটি ঘটে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দমকলের ১০টি গাড়ি ৷
প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইটে গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে ৷ এবং জানানো হয়েছে প্রশাসনের তরফে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে শীঘ্রই আগুন নেভানোর জন্য ৷ ঘটনায় মৃতদের পরিবারকে PMNRF ফান্ড থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি গুরুতর আহতদের ৫০,০০০ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে ৷
Fire at a firecracker factory in Virudhunagar, Tamil Nadu is saddening. In this hour of grief, my thoughts are with the bereaved families. I hope those injured recover soon. Authorities are working on the ground to assist those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 12, 2021
রাহুল গান্ধিও ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এবং রাজ্য সরকারকে দ্রুত উদ্ধারকাজের আর্জি জানিয়েছেন ৷Heartfelt condolences to the victims of the firecracker factory fire in Virudhunagar, Tamil Nadu.It’s heart wrenching to think of those still trapped inside.I appeal to the state government to provide immediate rescue, support & relief.
— Rahul Gandhi (@RahulGandhi) February 12, 2021