Home /News /national /

'দাদা মদ গলায় ঢেলে আমায় জড়িয়ে ধরল', ১০-এর শিশু পুলিশকে যা বলল...

'দাদা মদ গলায় ঢেলে আমায় জড়িয়ে ধরল', ১০-এর শিশু পুলিশকে যা বলল...

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

১০ বছরের মেয়েটি পুলিশকে জানিয়েছে, বাড়িতে তখন মা-বাবা ছিলেন না৷ দাদা ও ছোট ভাইয়ের সঙ্গে বাড়িতে ছিল সে৷ দাদার বয়স ২২ বছর৷

 • Share this:

  #গুরগাঁও: নিজের দাদার লালসার শিকার হল ১০ বছরের বোন৷ বাড়িতে কেউ না-থাকার সুযোগে বোনকে জোর করে মদ খাইয়ে ধর্ষণের চেষ্টা করল দাদা৷ নির্মম ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের পালামবিহারে৷

  ১০ বছরের মেয়েটি পুলিশকে জানিয়েছে, বাড়িতে তখন মা-বাবা ছিলেন না৷ দাদা ও ছোট ভাইয়ের সঙ্গে বাড়িতে ছিল সে৷ দাদার বয়স ২২ বছর৷ পাশের ঘরেই ছিল ছোটভাই৷ দাদা হঠাত্‍‌ মেয়েটির ঘরে ঢোকে মদ্যপ অবস্থায়৷ হাতেও ছিল মদের বোতল৷

  তারপর বোনকে ধরে গলায় ঢেলে দেয় মদ৷ ধর্ষণ করার চেষ্টা শুরু করে৷ হাত দেয় ওই নাবালিকার যৌনাঙ্গেও৷ মেয়েটির চিত্‍‌কারে পাশের ঘরে ভাই গিয়ে বাড়িওয়ালাকে খবর দেয়৷ এরপরই পুলিশকে খবর দেওয়া হয়৷ গ্রেফতার করা হয়েছে ২২ বছরের ওই যুবককে৷

  First published:

  Tags: Child Abuse, Gurugram, Molestation

  পরবর্তী খবর